নয়া দিল্লি: এই ঘটনা হার মানাবে সিনেমার কাহিনীকেও। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন অনেকেই। কিন্তু সেই স্বপ্নপূরণের জন্য এমন কাজও যে করা যায় তা আমরা সিনেমাতেই দেখে এসেছি। কিন্তু বাস্তবেও যে এমন হতে পারে তা ভাবাই যায় না যেন! এমনই এক কীর্তি ঘটিয়েছেন এক মহিলা। 


কী ঘটনা?                                     


কোটিপতি হওয়ার 'স্বপ্নপূরণের' লক্ষ্যে উত্তরাখণ্ডের ওই মহিলা এই কাজ শুরু করেন ২০১৩ সালে। আগ্রার এক ব্যবসায়ীকে বিয়ে করেন সীমা ওরফে নিক্কি। কিন্তু সেই বিয়ে টেকেনি বেশিদিনও। কিছুদিন পরই ওই ব্যবসায়ী ও তার পরিবারের বিরুদ্ধে মামলা ঠুকে দেন সীমা। এরপর বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ার পর ভরণপোষণ বাবদ ৭৫ লক্ষ টাকা পেয়েছিলেন।                            


এরপর ২০১৭ সালে আরও একটি বিয়ে সারেন তিনি। এবার লক্ষ্যে গুরুগ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁকে বিয়ের পর ফের ডিভোর্স করেন। একই কারণ দেখিয়ে ভরণপোষণ বাবদ ১০ লক্ষ টাকা নেন। এরপর ২০২৩ সালে জয়পুরের এক ব্যবসায়ীর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে। সেখানে অবশ্য ডিভোর্স করেননি তিনি। আচমকা একদিন সোনার গয়না, ৩৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় সীমা। এই পরিবারের তরফে অভিযোগ দায়ের করতেই, সীমাকে গ্রেফতার করে জয়পুর পুলিশ।  


আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ঝুলে রিলস বানানোর কেরামতি! মহিলার সঙ্গে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা!


পুলিশ সূত্রে খবর, ৩ বার বিয়ে করে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা তুলেছে এই 'লুটেরি দুলহান'। পুলিশ জানিয়েছে, ম্যাট্রিমনি সাইট খুঁজে পাত্রদের টার্গেট করত সে। বিশেষত, ডিভোর্স হয়ে গেছে, স্ত্রী মারা গিয়েছেন এমন ধনী পাত্রদের টার্গেট করত সে। এরপর হয় ডিভোর্স করে বা গুরুতর অভিযোগ করে পালিয়ে যেত সে।                                           


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে