Viral Video: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) পিছনে তাড়া করেছে পুলিশ! সম্প্রতি ট্যুইটারে ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিয়ো (Viral Video) একঝলকে দেখে এমনটাই মনে হবে আপনার। তবে এই ঘটনায় রয়েছে টুইস্ট। জানা গিয়েছে, এক ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো সেজে হাজির হয়েছিলেন ক্রিকেট মাঠে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, দুই দেশের মধ্যে টেস্ট খেলা চলছিল। সিরিজের তৃতীয় এবং অন্তিম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে হাজির হয়েছিলেন ওই ব্যক্তি। সেজেছিলেন একদম বরিস জনসনের মতো। খেলার মাঠে অনেকেই দর্শকদের মনোরঞ্জনের জন্য অদ্ভুত সাজপোশাকে হাজির হন। কিন্তু তাই বলে একেবারে ব্রিটেনের প্রধানমন্ত্রী! ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্যালারিতে আসনে বসে খেলা দেখছেন দর্শকরা। আর নীচে বাউন্ডারির পাশ দিয়ে ছুটে যাচ্ছেন ওই ব্যক্তি। পিছন পিছন ছুটছে একদল পুলিশ।  


জানা গিয়েছে, ইংল্যান্ডের লিডসের Headingley ক্রিকেট মাঠে এই কাণ্ড ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে একদম বরিস জনসনের মতোই সেজেছেন ওই ব্যক্তি। ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো চুলের স্টাইল করার জন্য পরচুলাও পরেছেন তিনি। পরনে রয়েছে সাদা শার্ট আর নীল রঙের টাই। শার্টের পিছনে আবার লেখা ছিল ‘Please vote Boris 4 No. 10’। ভিডিয়োতে দেখা গিয়েছে ওই ব্যক্তির পিছনে একদল পুলিশ ছুটছে। শোনা গিয়েছে, তাঁরাও এই ব্যক্তিরই বন্ধু। পুলিশের পোশাক পরে সেজেছেন। সব মিলিয়ে এমন দৃশ্য কিন্তু সত্যিই মজাদার। 


 






সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। হাসির রোল উঠেছেন নেটিজেনদের মধ্যে। ট্যুইটারে এই ভিডিয়ো দেখে অনেক মজার কমেন্ট করেছেন টুইটারিয়ানরা। অনেকে বলেছেন একঝলক দেখে ওই ব্যক্তিকে বরিস জনসন মনে হলেও অল্প সময় পরেই ভুল ভেঙেছে। বোঝা গিয়েছে ওই ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রী নন। তবে খেলার মাঠের বাউন্ডারির পাশ দিয়ে তাঁর ছুটতে থাকার দৃশ্য কিন্তু সত্যিই মজার। ইতিমধ্যেই ৫০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিয়োর। ক্রমশ বাড়ছে ভিউ, লাইক এবং কমেন্টের সংখ্যা। 


আরও পড়ুন- আপনি যদি এই ছবিতে লুকানো জন্তুটিকে খুঁজে পান তবে আপনি ১০০ জনের ১ জন !