Optical illusion : আপনি যদি এই ছবিতে লুকানো জন্তুটিকে খুঁজে পান তবে আপনি ১০০ জনের ১ জন !

মাত্র ১ শতাংশ মানুষই খুঁজে বার করতে পেরেছেন এই ছবির মধ্যে লুকিয়ে থাকা ছবি। তাও তাদের উত্তর আলাদা আলাদা। 

Continues below advertisement

কলকাতা: অপটিকাল ইলিউশন (Optical Illusion) আমাদের চতুর্দিকে হয়ে থাকে। নিজেরাই সেগুলির উত্তর খুঁজে বের করি আমরা। চোখ (Eye) এবং মাথা (Brain) দুটোকেই চ্যালেঞ্জ (Challange) জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷ এমন অনেক কিছু দেখি যার আদতে বাস্তবে কোনও অস্তিত্ব নেই। এর মধ্যে অনেক ইলিউশন বেশ মজার, অনেকগুলি আবার মাথা খারাপ হয়ে যাওয়া। সম্প্রতি যেমন এই অপটিকাল ইলিউশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। নেটিজেনদের (Netizen) মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।       

Continues below advertisement

এই ছবি থেকে উত্তর খুঁজে পাওয়া মোটেও সহজ বিষয় নয়। এই ছবিতে লুকিয়ে রয়েছে অন্য আরেকটি জিনিসের ছবি।  জিগজ্যাগ লাইন আপনার চোখ ধাঁধিয়ে দেবে। এর মধ্যে লুকিয়ে কী ছবি। মাত্র ১ শতাংশ মানুষই খুঁজে বার করতে পেরেছেন এই ছবির মধ্যে লুকিয়ে থাকা ছবি। তাও তাদের উত্তর আলাদা আলাদা। 
যেমন  কেউ বলছেন - 

"পান্ডা "
"আপনার ফোন চার্জে দিয়ে সাথে সাথে আপনার স্ক্রিনের উপরে দ্রুত তাকান এবং আপনি এটি দেখতে পাবেন।"
"আমি দেখছি দুই বা তিনজন লোক  একটি বল ধরে আছে।"
"একটি বাস্কেটবল খেলা দেখতে পাচ্ছি "

আপনি কি অপটিক্যাল ইলিউশনে লুকানো পান্ডা খুঁজে পেয়েছেন?

আমাদের চোখ সবসময়ই একাধিক তথ্য সংগ্রহ করে থাকে৷ সেখানে নানা তথ্য মিলে মিশে থাকে। সেই তথ্য থেকে সঠিক তথ্য বের করার কাজটি করে আমাদের মস্তিষ্ক।  অপটিকাল ইমেজ আমাদের কাছে মজার বিষয় হলেও চিকিৎসা ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে অনেকটাই। শুধু মাথা নয় আমাদের মনের মধ্যেও কী চলছে তা বুঝতে সাহায্য করে।                         

সাইকোলজিস্টের কথায়, "ভিজুয়াল ইলিউশন বেশ কিছু ভুল জিনিসে মনোনিবেশ করায়। এর মধ্যে স্নায়ুকোষেরও ভূমিকা রয়েছে কিছুটা। কী দেখছি, কেন দেখছি সেই ক্ষেত্রটি বিচার করে থাকে।"


 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola