Viral Video: সোশ্যাল মিডিয়ায় আজকাল মাঝে মাঝে এমন সব ভিডিও ভাইরাল হয় যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। সম্প্রতি তেমনই একটি ভিডিও এসেছে নজরে। সেখানে দেখা গিয়েছে, একটি খাল থেকে বিশালাকার একটি সাপ তুলে আনছেন এক যুবক। তাও আবার খালি হাতে। এমন দৃশ্য শিউরে ওঠার মতোই। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি খালের উপর রয়েছে ব্রিজ। সেখানে জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ভিড়ের মধ্যে থেকেই এক যুবক বেরিয়ে এসে কায়দা করে ব্রিজ বেয়ে নেমে এলেন নীচের দিকে। তারপর জলের মধ্যে হাত দিয়ে টেনে তুলে আনলেন এক বিশালাকার সাপ। সাপটি অবশ্য জল থেকে তাকে তোলায় যারপরনাই বিরক্ত। মানুষের হাতে মোটেই ধরা দিতে চায়নি সে। কিন্তু ওই যুবক খালি হাতেই বাগে এনেছেন বিশালাকার সাপটিকে।
জানা গিয়েছে, ওই সাপ একটি পাইথন। জল থেকে যখন তাকে তোলা হচ্ছিল, তখনই বোঝা গিয়েছে এই সাপের দৈর্ঘ্য বেশ কয়েক ফুট হবে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রথম ব্রিজের উপর থেকে বেশ কায়দা করে নামলেন যুবক। ব্রিজের পাশের একটি উঁচু অংশে এসে ব্যালেন্স করে বসলেন। তারপর একদম পাতলা একটা কাঠি বা গাছের ডাল জাতীয় জিনিস দিয়ে প্রথমে জল থেকে সাপটিকে একটু উপরে তুললেন ওই যুবক। তারপর ফের পায়ে পেঁচিয়ে একটা তাল সামলে নিলেন। এবার একদম খালি হাতেই সাপটিকে জল থেকে একটানে তুলে নিয়ে ফের দাঁড়িয়ে পড়লেন ব্রিজে রেলিংয়ের উপর। দেখে মনে হবে যেন রোজই এভাবে সাপ ধরেন ওই ব্যক্তি।
প্রথমে ওই যুবক যখন ব্রিজ থেকে নেমে সাপ ধরতে যাচ্ছিলেন তখন ব্রিজের উপর লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু একবার জল থেকে সাপটিকে টেনে তোলার পরই আতঙ্কে চিৎকার করে অনেকেই যে যেদিকে পেরেছেন ছুটে পালিয়েছেন। চোখের সামনে অত বড় পাইথন দেখে ভয় পাওয়াই স্বাভাবিক। তবে যে যুবক সাপটিকে তুলে এনেছেন, তাঁর জীবনে ভয়ডর বলে যেন কোনও বিষয়ই নেই। অন্তত খালি হাতে যেভাবে তিনি এত বড় সাপটিকে ধরেছেন, তা দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। ক্রমশ এই ভাইরাল ভিডিও ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা বাড়ছে। নেটিজেনদের অনেকে শুধু হতবাকই হয়েছেন যুবকের কাণ্ড দেখে। অনেকে আবার বেশ ক্ষুব্ধ। এভাবে ঝুঁকি নেওয়া ওই যুবকের মোটেই ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন নেটিজেনদের অনেক।