কলকাতা: অবিশ্বাস্য ঘটনা ! বাঘ দেখেও ভয় পায় না এমন কেউ আছে নাকি ? সামনে দিয়ে বাঘ বাহাদুর চলে যাচ্ছে, অথচ ভয়ে শিউরে উঠছে না, গায়ের রোম খাঁড়া হয়ে যাচ্ছে না, এমন কেউ আছে ? মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক বাচ্চা ছেলে এই ধারণা আমূল বদলে দিয়েছে। উপস্থিত বুদ্ধির জোরে কীভাবে বাঘের হাত থেকে বাঁচল সে ? মোবাইলে গেম (Viral Video) খেলতে খেলতে একটু অসতর্ক হলেই বাঘের আক্রমণের শিকার হতে পারত সেই ছেলেটি। কিন্তু তা হয়নি। ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় বুদ্ধির জোরে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছে সে। কীভাবে ? কী করেছে বাচ্চা ছেলেটি ? অসীম সাহস আর বুদ্ধির জোরেই বেঁচে ফিরল সেই ছেলেটি।
ঘটনাটা কী ঘটেছিল ?
মহারাষ্ট্রের মালেগাঁওর ঘটনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায় একটি ঘরে বসে মোবাইলে ভিডিয়ো গেম খেলছিল একটি ১২ বছরের বাচ্চা ছেলে। ঘরে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজেই (Viral Video) ওঠে পুরো ঘটনাটা। গেম খেলতে খেলতে হঠাৎ করেই একটি আস্ত চিতাবাঘ এসে ঢুকে পড়ে তাঁর ঘরে। বাচ্চা ছেলেটিকে না নজর করেই সেই বাঘ ঢুকে যায় ঘরের আরও ভিতরে। আর সেই বাঘটিকে দেখতে পেয়ে কোনও রকম চিৎকার-চেঁচামেচি না করে চুপচাপ নেমে এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় বাচ্চাটি।
কীভাবে বেঁচে গেল ছেলেটি
সংবাদসূত্রে জানা যায় যে ঘর থেকে বেরিয়ে সেই ছেলেটি একটি অ্যালার্ম বাজায় এবং আশেপাশের লোকজনদের ডেকে আনে। তারপর বন দফতরের কাছে খবর যায় যে ঘরে একটা বাঘ আটকে পড়েছে। তারপর বন দফতরের লোকজন এসে বাঘটিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং খাঁচাবন্দি করে। সিসিটিভি ক্যামেরায় (Viral Video) দেখা যায়, বাঘটি যখন ঘরে ঢোকে তখন ঘরের দরজার একেবারে সামনেই বাচ্চাটি বসে ছিল। ফলে একটু ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করলেই বাঘের শিকার হতে পারত সে। কিন্তু তা হয়নি। এই কঠিন পরিস্থিতিতে প্রাপ্তবয়স্ক মানুষেরাও অনেকে স্নায়ুচাপ সহ্য করতে না পেরে চিৎকার করে ফেলতেন বা এমন কিছু করে বসতেন যাতে আহত হওয়ার সম্ভাবনা থাকত। বাচ্চাটি সেসব কিছুই করেনি। এতটা প্রত্যুৎপন্নমতিত্ব দেখে অবাক নেটিজেনরা।
আরও পড়ুন: General Knowledge Story: ট্রেন হোক বা বাস, এক পয়সাও লাগে না চড়তে ! বিনা পয়সায় ঘুরতে পারেন এইসব দেশে