Viral Video: মন দিয়ে বাসন মাজছে ছোট্ট এক বাঁদর (Monkey)। আমার-আপনার থেকে অনেক বেশি দক্ষ সে। নিপুণ হাতে ঘষে মেজে পরিষ্কার করছে বাসন (Clean Utensils)। গৃহকর্মে নিপুণ এই বাঁদর রুটি বেলতেও দারুণ পটু। এমনকি মশলাও বাটতে পারে দক্ষতার সঙ্গে। সম্প্রতি এই বাঁদরেরই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গৃহকর্মে নিপুণ এই বাঁদরের নাম রানি। আপাতত উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা সে। এক চাষির পরিবারে তাঁদেরই একজন হয়ে থাকে রানি। আর তাই পরিবারের বাকি সদস্যরা যেমন ঘরের কাজ সামলান, রানিও তা করতে পারে। মানুষের সঙ্গে বাঁদরের এমন সম্পর্কের বাঁধন সচরাচর চোখে পড়েনি। তবে ভাইরাল ভিডিওতে বাঁদরটির কর্মদক্ষতা দেখলেই আপনি বুঝবেন যেন নিজের বাড়ির কাজ করছে সে। সব সামাল দিচ্ছে একা হাতে। 

উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার সাদওয়া গ্রামে খোঁজ মিলেছে এই 'ওয়ার্কিং মাঙ্কি'- র। বিগত ৮ বছর ধরে ওই গ্রামেরই এক চাষি পরিবারের সদস্য এই রানি। জানা গিয়েছে, মোবাইল ফোনে ভিডিও দেখতেও নাকি খুব ভালবাসে রানি। এতদিনে নিশ্চিত নিজের ভাইরাল ভিডিও-ও সে দেখেছে। ওই চাষি পরিবারের গৃহকর্তার নাম বিশ্বনাথ। রানি নিজে বিশ্বনাথের পরিবারের একজন সদস্য হিসেবেই লোকসমাজে পরিচিত হতে পছন্দ করে। তাকে কেউ বাঁদর বলুক এ নাকি মোটেই পছন্দ নয় রানির। এই 'রানি' নামও বাঁদরটিকে দিয়েছে বিশ্বনাথের পরিবারই। 

ওই চাষি পরিবারেরই একজন হয়ে থাকে বাঁদরটি। খাওয়া-দাওয়া, ঘুমানো, বাড়ির কাজ সবেতেই পরিবারের অন্যান্য সদস্যদের মতো যোগদান রয়েছে রানির। ৮ বছর আগে নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রানি। সেই সময় তাদের দল উত্তরপ্রদেশের এই গ্রামের আশপাশেই ছিল। দলছুট হওয়ার ফলে আর ফেরা হয়নি এই ছোট্ট বাঁদরের। তারপর থেকে রানি নামে বিশ্বনাথের পরিবারের একজন সদস্য হয়েই থেকে গিয়েছে সে। আর একবার মানুষের সংস্পর্শে চলে আসায় রানিকে তার নিজের দল আর ফিরিয়ে নিতে চায়নি। একই ভাবে রানি নিজেও আর ফিরে যায়নি তার দলে। বরং মানুষ-বন্ধুরাই এখন তার জীবনের সর্বক্ষণের সঙ্গী। 

আরও পড়ুন- যাত্রী যখন চালক ! ঘুমে ঢুলছেন ক্যাব ড্রাইভার, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি গেলেন যুবক 

আরও পড়ুন- পেট্রোল পাম্পের ভিতরেই 'বনফায়ার', আগুন জ্বালিয়ে চেয়ার পেতে বসে চালু খোশগল্প