নয়াদিল্লি: ভারতের বিভিন্ন রাজ্যে সবচেয়ে সাধারণ যান বলতে বোধ হয় অটোরিক্সাই বোঝায়। যে কোনও রাজ্যেই সহজে যাতায়াত করার এটাই উপায়। স্কুল, কলেজ, অফিস যেখানেই হোক না কেন, সহজে, কম খরচে এবং দ্রুত পৌঁছনোর উপায়। কিন্তু বিদেশের রাস্তায় কখনও অটো চলতে দেখেছেন? তাও আবার নিউ ইয়র্কের রাস্তায়? শুনেই অবাক লাগছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
নিউ ইয়র্কের রাস্তায় ভারতীয় অটো
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক অটোরিক্সা চালক এক ছাত্রকে ঘোরাচ্ছেন তাঁর তিন চাকায়। তাও ইংল্যান্ডের ইয়র্ক সিটিতে।
ভিডিও ক্লিপটি শেয়ার করেছে অটোচালক স্বয়ং। যাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলের নাম 'রিক্সাওয়ালা.কো.ইউকে'। ইনস্টাগ্রাম বায়োতে তাঁর লেখা, 'রিক্সা নিয়ে বেরনোর জন্য ভালই দিন আজ... কেনের সঙ্গে দেখা হয়ে ভাল লাগল। ইয়র্কের মধ্যে মুম্বই ভাইবস দিয়ে অটোয় ঘোরাতে ওকে ভালই লাগল।'
ভিডিওয় দেখা যাচ্ছে শহরে রাস্তা ধরে ছুটে চলেছে অটোরিক্সা। পেছনে চলছে ভারতীয় গান একটি। ইউনিভার্সিটি অফ ইয়র্কের এক ছাত্রই এই ভিডিও শ্যুট করেছেন। ওই ছাত্র আদতে মুম্বইয়ের।
গত ২৭ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা হয়। ওই ছাত্র ভিডিওয় কমেন্ট করে লেখেন, 'রাইডের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।'
আরও পড়ুন: Viral Video: পেন্সিল বক্সে 'স্মার্ট কারচুপি'! পরীক্ষার্থীর নকল করার পদ্ধতি দেখে চোখ কপালে শিক্ষকের