মুম্বই: আইপিএস মনোজ কুমার শর্মার জীবন নিয়ে তৈরি হয়েছে ছবি 'টুয়েলভথ ফেল'। আর সেই ছবির পর অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে ঘিরে এবং তাঁকে ঘিরে জনপ্রিয়তার রোশনাই। তবে এই কঠিন জীবন পেরিয়ে কীভাবে সাফল্য পেয়েছেন তিনি, সেই কাহিনি ছবিতে, উপন্যাসে বলা হলেও এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া ৩.০ (Ideas of India 3.0) অনুষ্ঠানে এসে এক অন্যতর চিত্র তুলে ধরলেন মনোজ শর্মা। সমাজে ভাল মানুষদের যে অবদান, তাঁর জীবনে অজস্র ভাল মানুষ, সৎ মানুষ কীভাবে বন্ধুর মত পাশে এসে দাঁড়িয়েছেন, কীভাবে তাঁর সাফল্যের অঙ্গীভূত হয়ে গিয়েছেন সেই সব মানুষ, এদিনের আলাপচারিতায় সে কথাই তুলে ধরেন মনোজ কুমার শর্মা (IPS Manoj Kumar Sharma)।


এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া ৩.০ অনুষ্ঠানের 'Courage and Compassion: The Incredible True Story of an Unlikely Hero' শীর্ষক পর্বে আইপিএস মনোজ কুমার শর্মা আলাপচারিতার শুরুতেই স্পষ্ট করে দেন যে চম্বল থেকে উঠে এসেছেন তিনি, সেখানে বাঘীদেরকেও ডাকাতের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু বাঘী আর ডাকাত এক নয়। নিজের জীবনের কথা, শুরুর দিনগুলোর কষ্টের কথা বলতে বলতে চলে আসে 'টুয়েলভথ ফেল' ছবির কথা। সেই ছবি মুক্তি পাওয়ার পর মনোজের মনে হয় মানুষ অজুহাত দেওয়া ভুলে গিয়েছেন। তাঁর কথায়, 'অজুহাত অজুহাতই হয়। যদি সত্যিই কিছু করার ইচ্ছে থাকে, তাহলে সমস্ত বাধা পেরিয়েও মানুষ তাঁর লক্ষ্য অর্জন করবে। এখন কেউ কেউ বলত আগে আমি এটা পাইনি, ওটা পাইনি। আমাকে ভাল স্কুলে পড়ানো হয়নি ইত্যাদি। কিন্তু এই ছবিটা মুক্তি পাওয়ার পর সমস্ত এই ধরনের কথা বন্ধ হয়ে গিয়েছে।'



আইপিএস মনোজ কুমার শর্মার জীবনে ভাল মানুষের কমতি নেই। ভাল মানুষদের সহায়তাতেই বলা চলে যে তাঁর সাফল্য দাঁড়িয়ে আছে। তিনি বলেন, 'সমাজে ভাল মানুষ প্রচুর আছেন, আমার জীবন তাঁদের অবদানেই দাঁড়িয়ে। ভাল মানুষ, সৎ মানুষের অহং বোধ থাকা উচিত নয়, ভাল মানুষদের একে অপরের সঙ্গে সংযুক্ত থাকা উচিত। আমার জীবনে কোনও ভাল মানুষের দেখা পেলে, আমি তাঁদের সঙ্গে নিয়ে চলি, আমার জীবনে জুড়ে নিই। আসলে ভাল মানুষ সৎ মানুষদের অহংবোধ থাকে প্রবল, তাই তাঁরা সাধারণত অন্যদের আমল দেন না। কিন্তু এর বদলে ভাল মানুষদের একে অপরের সঙ্গে জুড়ে থাকা উচিত। তাতে প্রত্যেকেরই জোর বাড়ে।'


আরও পড়ুন: Ideas Of India 3.0: স্বচ্ছন্দ নন হিন্দি ভাষায়, ডান্সার হতে এসে এখন শাহরুখ-রজনীকান্তকে পরিচালনা করছেন অ্যাটলি


Education Loan Information:

Calculate Education Loan EMI