নয়া দিল্লি: গঙ্গায় (Ganga) ভেসে এল এক অদ্ভূত দর্শন পাথর। জলে পাথর ভাসতে দেখে এমনিতেই অবাক হয়েছেন সকলে। তবে বিহারের (Bihar) পটনা (Patna) শহরের রাজা ঘাটের কাছে গঙ্গা নদীতে একটি পাথর ভেসে আসে, যেখানে লেখা রয়েছে 'রাম' (Ram) শব্দটি।
জানা গিয়েছে, গঙ্গায় সেই ভেসে আসা পাথর দেখার পর রাজা ঘাটের কাছে একটি মন্দিরের উঠোনে এই পাথরটিকে রাখা হয়েছে। এই পাথরকে রাম শিলা নামেও ডাকা শুরু হয়েছে। এরপর স্থানীয় লোকজন এই পাথরের পূজা শুরু করেছে। কেউ কেউ এই পাথর দেখে বিস্মিত হচ্ছেন, কেউ আবার শ্রদ্ধার সঙ্গে দেখতেও আসছেন। পুরো এলাকায় এর আলোচনা চলছে।
তবে ভূতাত্ত্বিকরা বলছেন, অনেক সময় পাথর পুরনো হয়ে গেলে গর্ত হয়ে যায়। বৈজ্ঞানিক কারণ আছে। এমন অবস্থায় পাথরগুলো জলে ভাসতে থাকে।
স্থানীয় লোকজন জানান, সকালে রাজা ঘাটে স্নান করতে গিয়েছিলেন কয়েকজন যুবক। সেই সময় গঙ্গায় একটি ভাসমান পাথর দেখতে পান। এর পর তারা পাথরটি জল থেকে তুলে আনেন। স্থানীয়রা জানিয়েছে, পাথরটি দেখতে হালকা মনে হলেও হাতে ধরলে ভারী অনুভূত হয়। এই পাথরে রামের নাম লেখা রয়েছে বলে দাবি। এর পর মন্দিরের উঠোনে রাখা হয়। সেই সঙ্গে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই পাথর দেখতে। এর পাশাপাশি মানুষ বিশ্বাসের সঙ্গে পাথরের পুজো করাও শুরু করেছে।
যদিও এই ভিডিও এবং ঘটনার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ভূতাত্ত্বিকরা বলছেন, এই ভাসমান পাথর থাকতেই পারে। এর সঙ্গে ধর্মীয় অনুভূতির তেমন যোগাযোগ নেই। এই পাথরগুলি মূলত পিউমিস স্টোন নামে পরিচিত। এই পাথরের মধ্যে প্রচুর ছিদ্র থাকে। যার মধ্যে বায়ু পূর্ণ থাকে। সেই কারণেই পাথরগুলি জলে ভেসে থাকতে পারে। অভ্যন্তরীণ গঠনটি বেশ শক্ত নয়, তবে এটি ভিতরে স্পঞ্জের মতো। ওজনে ভারী হলেও ঘনত্বের দিক থেকে হালকা।
আরও পড়ুন, বিশ্বের সর্বোচ্চ পদাধিকারী পেঙ্গুইন, এবার জায়গা পেল সেনাবাহিনীতেও