Viral Video: সোশাল মিডিয়ার (Social Media) বিভিন্ন মাধ্যমে খাবার দাবার নিয়ে মাঝে মাঝেই অদ্ভুত সব ভিডিও ভাইরাল (Viral Video) হয়। কোথাও রন্ধন প্রণালী দেখলে চমকে যেতে হয়। কোথাও বা খাবার পরিবেশনের অদ্ভুত ধরন দেখে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
কী দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিওতে
ট্যুইটারে ভাইরাল হয়েছে ভিডিও। বোঝা যাচ্ছে, তার আগে টিকটকে ভাইরাল হয়েছিল এই ভিডিও। দেখা গিয়েছে, একটি রেস্তোরাঁয় পাস্তা পরিবেশন করা হচ্ছে ওয়াইন গ্লাসে করে। শুনেই অবাক লাগছে তো? বাস্তবে ঠিক এমনটাই হয়েছে। ওয়াইন গ্লাসে করে পাস্তা এনে পরিবেশন করা হয়েছে একটি প্লেটের মধ্যেই। দেখা গিয়েছে, ওয়াইন গ্লাসের মধ্যে পাস্তা ভরা হয়েছে। তারপর একটি প্লেটের উপর উল্টে দেওয়া হয়েছে গ্লাসটি। এবার টেবিলের উপর রেখে আস্তে আস্তে গ্লাস থেকে পুরো পাস্তা ঢেলে দেওয়া হয়েছে প্লেটের মধ্যে। ওয়াইন গ্লাসের স্ট্যান্ডের তলায় (যা গ্লাস উল্টে দেওয়ার ফলে উপরে এসে গিয়েছে) রাখা হয়েছে চিজ। পাস্তা প্লেটের মধ্যে ঢেলে দেওয়ার পর তারপর বেশ কায়দা করে ছড়িয়ে দেওয়া হয়েছে চিজ।
নেটিজেনরা এই ভিডিও দেখে চমকে গিয়েছেন। সকলেই প্রশ্ন করেছেন এভাবে পাস্তা পরিবেশন করার কী দরকার ছিল। এমন অদ্ভুত কায়দায় পাস্তা পরিবেশন করা দেখে মোটেই খুশি হননি নেটিজেনরা।
সম্প্রতি ঘটেছে আরও একটি মজার কাণ্ড
সকাল সকাল হাঁটতে যাওয়াটা অভ্যাস। না গেলে আবার একাধিক সমস্যা হয় তাঁর। কিন্তু সেই হাঁটতে গিয়েই যে এমন বিপত্তি বাধবে তা অবশ্য আগে জানা ছিল না। মালকিনের সঙ্গেই বেরিয়েছিল সে, কিন্তু ঘুরতে ঘুরতে যে এমন কাণ্ডটি হবে তা কল্পনাও করতে পারেনি কেউ। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তিন বছর বয়সি পোষ্য র্যালফ মালকিন জর্জিয়া ক্রুই এর সঙ্গে সকালে অভ্যাসবশত হাঁটতে যায়। ম্যানচেস্টারের গ্রেসফোর্ডের তার সঙ্গে আরও অনেক পোষ্য কুকুরও ছিল। কিন্তু হঠাৎ তার কি মতি হয়েছিল সে মালকিনের হাত ছেড়ে বেরিয়ে যায়। ব্যস, সেখানেই বিপত্তি! এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। যদিও জর্জিয়া বলেছেন যে তাঁর মনে রয়েছে হাত ছেড়ে বেরিয়ে র্যালফ একটি ক্যাবে উঠে গিয়েছিল। যদিও সেই স্মৃতির ওপর তিনি নিজেও দ্বন্দ্বে ছিলেন। এরপর পোষ্যর খোঁজ পেতে একটি ফেসবুক পোস্টও করেন তিনি। অবশেষে এক ট্যাক্সি ড্রাইভার তাঁকে জর্জিয়ার হাতে তুলে দিয়ে যান।
আরও পড়ুন- হাঁটতে গিয়ে পথভোলা কুকুর, শেষে ট্যাক্সি নিয়ে ফিরতে হল বাড়িতে