Plane to Villa: সমাজমাধ্যমে ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল। আর সেই ভিডিয়ো (Viral Video) ফের একবার পোস্ট করে নেটিজেনদের নজর কাড়লেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। একটা বিশাল বোয়িং বিমানকে অসাধারণ বিলাসবহুল বাড়িতে পরিণত করে ফেলেছেন এক রাশিয়ান যুবক। কি নেই সেখানে ? ঘর, স্নানের জায়গা থেকে শুরু করে সুইমিং পুলও রয়েছে। দূর থেকে দেখলে বিমানই মনে হবে, অথচ ভিতরে ঢুকলেই তাজ্জব বনে যেতে হয়। নিপুণভাবে সাজানো ঘর, বারান্দা আরও কত কি !


ঘটনাটা কী ?


একটা পরিত্যক্ত বোয়িং ৭৩৭ বিমানকে রাশিয়ান উদ্যোগপতি ফেলিক্স ডেমিন বানিয়ে ফেলেছেন একটি নিজস্ব বিলাসবহুল ভিলায়। তাতে দুটো বেডরুম, একটা ইনফিনিটি পুল, ভারত মহাসাগরের বিশাল ভিউ দেখা যাবে সেই পুল থেকেই, তারপর এই ভিলায় (Viral Video) রয়েছে চওড়া চওড়া বেশ অনেকগুলি সিঁড়িও। এই অসাধারণ নির্মাণশিল্প নজর কেড়েছে নেটিজেনদের। ইন্দোনেশিয়ার বালিতে মাটি থেকে অনেকটা উঁচুতে ন্যাং ন্যাং ক্লিফের উপর তৈরি করা এই বিলাসবহুল ভিলাই এখন সমাজমাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে।



কী আছে সেই বিমানে ?


ভিডিয়োতে রাশিয়ান ফেলিক্স ডেমিন একটি ভার্চুয়াল ট্যুর করেছেন বলা চলে যেখানে ঐ বিমানের সমস্ত অংশ তিনি নিজে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং মুখে বলছেন সেটা আগে কী ছিল, সেখান থেকে কী বানানো হয়েছে। বিমানের ককপিটকে বিলাসবহুল বাথরুম বানানো হয়েছে। আউটডোরের মধ্যে রয়েছে সান লাউঞ্জার, একটি ফায়ার পিট এবং একটি আলাদা আউটডোর লাউঞ্জ এলাকা।


কী লিখলেন আনন্দ মহিন্দ্রা ?


গত শনিবার শিল্পপতি আনন্দ মহিন্দ্রা নিজের এক্স মাধ্যমে এই ভিডিয়ো (Viral Video) শেয়ার করেন এবং লেখেন, 'ফ্যান্টাসিকে কত সহজে বাস্তবে রূপ দিতে পারেন কেউ কেউ। তাঁরা সত্যিই খুব ভাগ্যবান। আর এই ছেলেটি নিজের স্বপ্নকে নিজের কল্পনাকে রূপ দিতে কোনও বাধাকেই বাকি রাখেনি। আমি ভাবছি কীভাবে নিজের জন্য এই জায়গাটায় একটা থাকার বন্দোবস্ত করা যায়। কিন্তু জেট ল্যাগ নিয়ে আমি বেশ একটু চিন্তায় আছি।'


জানা গিয়েছে ২০২১ সালে এই পরিত্যক্ত বোয়িং ৭৩৭ বিমানটি কিনে নেন ফেলিক্স ডেমিন এবং রিমোট লোকেশনে এটিকে নিয়ে যাওয়া হয়। তারপরই এই বিমানকে বাড়িতে পরিণত করেন ফেলিক্স। ২০২৩ সালে সকলের জন্য এই ভিলার (Viral Video) দরজা খুলে দেওয়া হয়। সাধারণ মানুষ এই ভিলায় ঢুকতে পারেন, থাকতেও পারেন। পৃথিবীর অন্যতম বিলাসবহুল অভিজ্ঞতা হবে এই ভিলায় থাকলে।  


আরও পড়ুন: Indian Railway: চোখের নিমেষে সাফাই ট্রেন! রেলের আজব 'ওয়াশিং মেশিন'