নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় নানা কারণে নানা ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়। কখনও তা চমকপ্রদ, কখনও তা মন খারাপ করা, কখনও আবার ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার যোগাড়। তেমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। ধর্মীয় নিয়মে এক ব্যক্তির কর্মকাণ্ড এবং তার জেরে বিপত্তির ঘটনার ভিডিও এখন নেটিজেনদের মন কেড়েছে।
কী আছে ওই ভিডিওতে?
দেখা গিয়েছে, একটি মন্দিরে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করছিলেন এক ব্যক্তি। সেই মন্দিরে একটি হাতির মূর্তিও রয়েছে। যাকে হিন্দুধর্মে গজ দেবতা হিসেবে দেখা হয়। সেই মূর্তির মধ্যে দিয়েই ওই ব্যক্তি শুয়ে বের হতে যান। এই কাজটি করতে গিয়েই আটকে যান ওই ব্যক্তি। কিন্তু ঠিক কী কারণে তিনি ওখানে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। এই ভিডিওটির সত্যতা নিশ্চিত করেনা এবিপি লাইভ।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতির মূর্তির পায়ের ওই ছোট্ট জায়গাটি দিয়ে বেরোনোর চেষ্টা করছেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। কিন্তু একাধিক চেষ্টার পরও সফল হননি তিনি। সেই সময় ওই মুহূর্ত দেখে থমকে গিয়েছিলেন মন্দিরে উপস্থিত অন্যান্য ভক্তরাও। ওই আটকে পড়া ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁরাও।
ভিডিওতে শোনা যায়, অনেকেই ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন কীভাবে তিনি সহজেই হাতির মূর্তির পায়ের ফাঁক দিয়ে বেরতে পারবেন। একসময় ওই মন্দিরের পুরোহিতও এগিয়ে আসেন সাহায্য করতে। সব মিলিয়ে একটি ঘটনা নিয়েই হইচই পরে যায় গোটা এলাকায়। সেই সময় ওই মন্দিরে উপস্থিত অনেকেই এই ঘটনাটির ভিডিও করেন।
এরপর তিনি আদৌ বেরতে সক্ষম হয়েছিলেন কি না তা জানা যায়নি। ভিডিওতে যতটুকু ঘটনা দেখা গিয়েছে, ততটুকুই তথ্য জানা গিয়েছে। অনেকেই বলেছেন- 'অতি ভক্তি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক'।
এছাড়াও নেটিজেনরা নিজেরাও একাধিক মন্তব্য করেছেন এই ভিডিও দেখার পর। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলিও-