জালৌন: বয়স হবে মেরেকেটে পাঁচ। সেই ছোট্ট শিশুকে ধূমপানে বাধ্য করলেন এক চিকিৎসক। উত্তরপ্রদেশ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ঠান্ডা লাগায় ছোট্ট শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। কিন্তু ওষুধ-সিরাপ খাওয়ানোর পরিবর্তে, শিশুটিকে সিগারেটে টান দেওয়ান ওই চিকিৎসক। বিষয়টি সামনে আসতেই ওই চিকিৎসককে বদলি করা হয়েছে। (Viral Video)
উত্তরপ্রদেশের জালৌন থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার কুথৌন্দের কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুরেশ চন্দ্র এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে ঠান্ডা লাগার কথা জানাতেই শিশুটিকে ধূমপান করান সুরেশ। গোটা ঘটনার একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। (Uttar Pradesh News
ওই ভিডিও-য় দেখা গিয়েছে, বয়স্ক চিকিৎসকের পাশেই বসে রয়েছে একরত্তি শিশুটি। তার ঠোঁটে ঝুলছে একটি সিগারেট। ছোট্ট আঙুলে ধরে তাতে টান দিয়ে চলেছে শিশুটি। পাশ থেকে চিকিৎসক বলেন, “এভাবে টান দেয় না। আমি জ্বালাচ্ছি।”
একথা বলেই পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরিয়ে দেন ওই চিকিৎসক। এর পর শিশুটিকে জোরে জোরে ধোঁয়া টানতে বলেন। স্বভাবতই শিশুটি ধোঁয়া টানতে পারছিল না। এতে শিশুটির হাত থেকে সিগারেট নিয়ে নিজে ধোঁয়া টেনে দেখান। বাইরে নয়, ধোঁয়া ভিতরে টেনে নিতে হবে বলে জানান।
শিশুটি একটা সময় সিগারেট নিভিয়ে ফেলে। তাতে চিকিৎসক বলে ওঠেন, “ফের ফুঁ দিচ্ছে!” আবার সিগারেট ধরিয়ে দেন তিনি। তার পর বলে ওঠেন, “আজকের জন্য এতটা ট্রেনিং যথেষ্ট। ফের যখন আসবে আবার শেখাব।”
ভিডিওটি সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি তোলেন নেটিজেনরা। এর পর ওই চিকিৎসককে বদলি করা হয় এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার নরেন্দ্র দেব শর্মা।
নরেন্দ্র দেব শর্মা জানিয়েছেন, জেলা সদর দফতরে আপাতত বদলি করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। এই ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে যাতে এমন কোনো ঘটনা না ঘটে, তা নিয়ে কড়া নির্দেশও দিয়েছেন বলে জানিয়েছেন।
অতিরিক্ত CMO এসডি চৌধরির তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়েছে। রাজ্য সরকারের কাছে বিশদ রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুধু বদলি করলে হবে না, ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলে দাবি উঠেছে।
নৈতিক কারণে ভাইরাল ভিডিওটি দেখানো গেল না। শিশুটির মুখ না দেখানোর জন্যই এমন সিদ্ধান্ত।