নয়া দিল্লি: অনলাইনে আমরা প্রায় সবাই কমবেশি জিনিসপত্র কিনে থাকি। সবচেয়ে উৎসাহ থাকে অর্ডার পাওয়ার দিনে। কিন্তু সেই দিনেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। ডেলিভারি আসা পার্সেল খুলেতেই চিৎকার করে উঠলেন ক্রেতা! মানুষের কাটা হাত বেরিয়ে এল পার্সেল থেকে। ওই দৃশ্য দেখে ভয়ে যেন তাঁর গলা শুকিয়ে আসে। 

মিসেস ব্লেকি নামে একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি ইন্টারনেট জুড়ে দর্শকদের হতবাক করেছে।  জানা গিয়েছে, অনলাইনে নকল নখ অর্ডার দিয়েছিলেন এক তরুণী। যা আধুনিক সাজগোজের জন্যে এক প্রকার গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। যথারীতি সেটি ডেলিভারিও হয়। পার্সেল খুলতেই তিনি দেখন, মানুষের কাটা হাত। 

সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই তরুণী। এরপর কাটা হাতটি ভালো লক্ষ্য করার পর তিনি বুঝতে পারেন এটি মানুষের হাত না বরং সিলিকনের তৈরি নকল হাত। যা অবিকল মানুষের হাতের মতো দেখতে। 

পরে অবশ্য জানা যায় যে, এটি নকল নখের কোম্পানির মার্কেটিং স্ট্রাটেজি। সিলিকনের হাতের ওপর নখ বসিয়ে কাস্টমাইজড করা হয়েছিল। তবে এই বিষয়টিকে মোটেও ভালভাবে নেয়নি নেটিজেনরা। কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে এই ঘটনাকে সৃজনশীল কার্যকলাপের উদাহরণ হিসাবে আখ্যা দিলেও, অনেক নেটিজেনের মতে এরকম কাণ্ড দেখলে যে কারওর হার্ট অ্যাটাক হতে পারে।