Viral Video: মরণফাঁদ থেকে একটুর জন্য রক্ষা পেয়েছেন এক মহিলা। সাংঘাতিক দুর্ঘটনা (Train Accident) ঘটতে পারত তাঁর সঙ্গে। তবে এ যাত্রায় তিনি বেঁচে গিয়েছেন। আর কীভাবে তিনি রক্ষা পেয়েছেন সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। ট্যুইটারে (Twitter) এই ভিডিও শেয়ার করেছেন আইইএস অফিসার অবনীশ শরণ। নেটিজেনরা সকলেই এই ভিডিও দেখে শিউরে উঠেছেন। একচুল এদিক ওদিক হলে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারত ওই মহিলা, তা ভেবেই আঁতকে উঠেছেন সকলে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে লাইন পার করছিলেন। দেখেই বোঝা যাচ্ছিল যে কোনও স্টেশনে নয় বরং রেললাইনের মাঝেই দাঁড়িয়েছিল ওই ট্রেন। আর সেখানেই কিছু যাত্রী ট্রেন থেকে ব্যাগপত্র নিয়ে নেমে পড়ে দিব্যি লাইন পার করে চলে যাচ্ছিলেন।
সেই সময়েই ঘটে বিপদ। এক মহিলা হাতে ব্যাগ নিয়ে লাইন পার করে অন্য প্রান্তে গিয়েছিলেন। এদিকে যে লাইন তিনি পার করেছিলেন, সেটা বরাবর তখন ছুটে আসছে দ্রুতগতির দুরপাল্লার ট্রেন। মহিলা দূর থেকে ট্রেনটি দেখতেও পেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও লাইন পার করে ফিরে আসার চেষ্টা করেছিলেন তিনি। সফল হয়েছেন ঠিকই, কিন্তু তিনি লাইন পার করে আর এক প্রান্তে ফিরে আসার ঠিক পরমুহূর্তেই দ্রুত গতিতে ছুটে গিয়েছে ট্রেন। অর্থাৎ কয়েক মাইক্রো সেকেন্ড দেরি হলেও ওই মহিলা পরিণতি মারাত্মক হতে পারত। তবে এ যাত্রায় ভাগ্য সহায় থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। আইএএস অফিসার এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন আপনার, সিদ্ধান্তও আপনার’।
ভিডিওতে শোনা গিয়েছে, পিছন থেকে কেউ একজন সব যাত্রীকে ট্রেন আসার ব্যাপারে সতর্ক করছিলেন। কিন্তু তাঁর চিৎকারেই সম্ভবত আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যে যেদিকে পারেন ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেন। এমনকি ওই মহিলাও লাইন পার হয়ে এসে বাকি কয়েকজনকে নিয়ে একদম লাইনের উপরেই বসে পড়েছিলেন। দেখে বোঝাই যাচ্ছিল ওভাবে প্রায় গায়ের উপর দিয়েই ট্রেন চলে যাওয়ার ঘটনায় যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তবে প্রবাদে আসছে যার শেষ ভাল তার সব ভাল। এক্ষেত্রে মহিলার কোনও ক্ষয়ক্ষতি হয়নি সেটাই আসল কথা।
আরও পড়ুন- 'পিৎজা'-র গাণিতিক 'ব্যাখ্যা', ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়