Viral Video: অনেক সময়েই দেখা যায় উর্দির জোরে অনেক পুলিশকর্মীই অযাচিত সুবিধা নিচ্ছেন। সকলে হয়তো একরকমের নন। কিন্তু দৈনন্দিন জীবনের অনেক ব্যাপারেই দেখা যায় শুধুমাত্র পরনে উর্দি রয়েছে বলে ফায়দা লুঠতে চাইছেন পুলিশকর্মীরা। তেমনই এক নিদর্শন এবার পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিনা টিকিটে ট্রেনে চড়েছেন এক পুলিশকর্মী। তাও আবার এসি কামরায়। সাধারণত এসব ক্ষেত্রে দেখা যায় টিকিট পরীক্ষক হয় অর্থের বিনিময়ে সমঝোতা করে নেন। কিংবা পুলিশকর্মীর পরনের উর্দির ভয়েই বাক-বিতণ্ডায় জড়ানো থেকে বিরত থাকেন। তবে এবার এমন এক টিকিট পরীক্ষকের দেখা পাওয়া গিয়েছে, যিনি আর পাঁচজন সাধারণ যাত্রীর সঙ্গে বিনা টিকিটের পুলিশ ট্রেন যাত্রীর কোনও পার্থক্য করেননি। বরং একদম উচিৎ কথা বলে এসি কামরা থেকে নেমে যেতে বলেছেন ওই পুলিশকর্মীকে। এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিকিট পরীক্ষকের বিচার-বিবেচনা থেকে খুশি হয়েছেন নেটিজেনরা। 

এক্স মাধ্যমের ভিডিওতে দেখা গিয়েছে, টিকিট পরীক্ষক ওই পুলিশকর্মীকে বলছেন, 'উর্দি থাকলে ট্রেনে বিনামূল্যে সফর করা যায়? টিটি-র কি একজন পুলিশের কাছে টিকিট চাওয়া উচিৎ নয়? আপনার কাছে জেনারেল টিকিটও নেই, অথচ আপনি এসি কোচে বসে রয়েছেন? এটা কি নিজের বাড়ি ভেবেছেন?' এখানেই শেষ নয়। এরপর রীতিমতো ধমকের সুরে ওই পুলিশকর্মীকে টিকিট পরীক্ষক বলেছেন, 'উঠে পড়ুন, নেমে যান। আপনার স্লিপার কোচেও থাকা উচিৎ নয়। জেনারেল বগিতে চলে যান।' 

পরনে উর্দি থাকার দৌলতে অনেক সময়েই বহু পুলিশকর্মী যে সাধারণ মানুষকে অকারণ হয়রান করেন, তা সকলেই জানেন। অনেকের জীবনে এই তিক্ত অভিজ্ঞতা হয়েওছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, পুলিশ বলেই তাঁরা পার পেয়ে যান। তবে এবার তা হয়নি। টিকিট পরীক্ষক যে পুলিশ বলে ওই যাত্রীকে কোনও ছাড় দেননি তা দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। টিকিট পরীক্ষকের প্রশংসা করেছেন সকলে। 

আরও পড়ুন- ভিড় দেখে হঠাৎ মারমুখী রোবট? ভিডিও দেখে শিউরে উঠলেন সকলে, দ্বিধাবিভক্ত নেটদুনিয়া 

আরও পড়ুন- গঙ্গায় যেতে পারছেন না, ৪০ ফুট গভীর কুয়ো খুঁড়ে 'পবিত্র গঙ্গা'কেই নিজের কাছে আনলেন এই মহিলা