Viral Video: সোশাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝেই পশুপাখিদের এমন কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয়, যা দেখে বিস্মিত হতে হয়। পশুপাখিদের মধ্যেও যে এত প্রতিভা রয়েছে এইসব ভাইরাল ভিডিও না দেখলে তা বিশ্বাস হবে না। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। সেখানে একটি সাদা পায়রার কীর্তিকলাপ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এই পায়রাটি ব্যাক ফ্লিপ করছে। বিষয়টা ঠিক কেমন তা জানতে হলে একবার দেখে নিতে হবে এই ভাইরাল ভিডিও।

উল্টোদিকে ডিগবাজি খাচ্ছে পায়রা, দেখে নিন ব্যাকফ্লিপের ভাইরাল ভিডিও

 

সাধারণত পায়রাকে আকাশে উড়তে দেখা যায়। অনেকসময় ছাদের কার্নিশ কিংবা বাড়িতে টিন বা টালির চাল থাকলে সেখানেও দিব্যি হেঁটেচলে বেড়ায় পায়রার দল। কিন্তু এভাবে ব্যাকফ্লিপ দিচ্ছে পায়রা, এমন ভিডিও সচরাচর দেখা যায় না। Buitengebieden নামের একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওর ভিউ হয়েছে ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষেরও বেশি। এর পাশাপাশি এক লক্ষেরও বেশি ইউজার ট্যুইটারে এই ভাইরাল ভিডিওটিকে লাইক করেছেন। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রুক্ষ শুষ্ক এলাকায় একসঙ্গে অনেকগুলি পায়রাই ঘুরে বেড়াচ্ছে। তাদের প্রায় সকলেরই গায়ের রঙ সাদা। তার মধ্যে রয়েছে নীল রঙের পালকের ছোঁয়া। অনেকগুলি পায়রার মধ্যে একটি পায়রা হঠাৎই রীতিমতো স্টান্ট দেখাতে শুরু করেছিল। একঝলক দেখে মনে হবে যেন জিমন্যাস্টিকের স্টান্ট শিখে প্রশিক্ষণ নিয়ে এসেছে এই পায়রাটি। ডানা মেলে কী সুন্দর উল্টোদিকে ডিগবাজি খেতে খেতে ব্যাকফ্লিপ করছে সাদা-নীল পায়রাটি। এমন ভিডিও বারবার দেখতে ইচ্ছে করে বলে জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। পায়ে ভর দিয়ে উল্টোদিকে ডিগবাজি খেয়েছে পায়রাটি। তারপর ক্ষণিকের জন্য থেমে ডানা ঝাপটে নিয়েছে। ফের ব্যাকফ্লিপ করেছে সে। দু'থেকে তিনবার এমন স্টান্ট দেখাতে গিয়েছে ওই পায়রাটিকে। 

আর এক পাখির কীর্তি

পাখির আক্রমণে ধরাশায়ী চিকিৎসক! এমনই এক ঘটনার কথা এবার ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে খবরে ট্যুইস্ট হল এই ঘটনার জেরে পোষ্য পাখিটির মালিককে বড় অঙ্কের ক্ষতিপূরণের মুখোমুখি পড়তে হচ্ছে। ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। পোষ্য ম্যাকাও যেহেতু চিকিৎসককে আহত করেছে, তাই জরিমানার পাশাপাশি দু'মাসের কারাদণ্ডের কথাও বলা হয়েছে, এমনটাই খবর বিবিসির প্রতিবেদনে। ডাঃ লিন বলেন, পাখিটি গায়ে আচমকা এসে বসায় পায়ের ঊর্ধাংশের হাড় ভেঙে যায়। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে, পাখির এমন আচরণ অবাক করা না হলেও, এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন চিকিৎসক। পোষ্যর মালিককে ৭৪ লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন- পাথরে 'ঢেউয়ের দাগ'! মঙ্গলে কি মিলল জলের খোঁজ?