কলকাতা : ৩১ ডিসেম্বরের রাত মানেই হই হুল্লোড় আর জমিয়ে পার্টি। আর কোনও সেলিব্রেশনই ভাল খাবার ছাড়া অসম্পূর্ণ। রেস্টুরেন্টের বাইরে লাইন দিয়ে খেতে অনেকেরই অনীহা। তাঁরা বাড়িতেই খাবার আনিয়ে নেন আজকাল। তাই যে কোনও উদযাপনের দিনই আজকাল বাড়ছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে খাবার আনানোর ঝোঁক। তাই বর্ষশেষ ও শুরুর সময়টা যখন বেশিরভাগ মানুষই ব্যস্ত থাকেন সেলিব্রেশনে, তখন সবথেকে চাপ নিয়ে কাজ করার সময় এই ফুড ডেলিভারি সংস্থার এজেন্টদের। ঘরোয়া জমায়েতের জন্য নানারকম অর্ডার তো আসতেই থাকে। তা বলে একই ঠিকানা থেকে একই অর্ডারে ১২৫ টি আইটেম? এমনটা বেশ বিরল। এবার সেটাই হয়েছে কলকাতায় বর্ষবরণের রাতে কলকাতা থেকেই ফুড ডেলিভারি সংস্থার অ্যাপ মারফৎ ২৫ টি আইটেম অর্ডার করেন এক ব্যক্তি।  আর তারপরই মজার পোস্ট করেন ডেলিভারি এজেন্ট সংস্থা জ়োম্যাটোর সিইও। 


দীপিন্দর গোয়েল (Zomato CEO Deepinder Goyal) এক্স হ্যান্ডেলে একটি মজার পোস্ট করেন। তিনি লেখেন, আমি সত্যই এই পার্টিটায় যোগ দিতে চাই। যেখানে একজন ২৫ টি আইটেম একসঙ্গে অর্ডার করেছেন। পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। কলকাতা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে মজার রিঅ্যাকশন। একজন আবার জানতে চান, এই ১২৫ আইটেম ডেলিভারি করতে কতজন ডেলিভারি বয় লেগেছে?  


তখন দীপিন্দর গোয়েল জানান, এই ১২৫ টি আইটেম আসলে ১২৫ টি রুমালি রুটি। আসলে একটি রুটিকে একটি সিঙ্গল ইউনিট হিসেবে দেখানো রয়েছে অ্যাপে। তাই ১২৫ টি রুটি মানে ১২৫ ইউনিট। একথা পরে জানতে পারেন গোয়েল। তাই একজন ডেলিভারি বয়ই সম্ভবত কার্যসিদ্ধি করেন। 


এদিন জ়োম্যাটের কর্ণধার আরও পোস্ট করেন। তিনি দাবি করেছেন ৩১ ডিসেম্বর তাঁর সংস্থা  "একদিনে সর্বকালের উচ্চ অর্ডার" পেয়েছে। তিনি লেখেন, 'সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের সকল ডেলিভারি পার্টনার এবং রেস্তোরাঁর অংশীদারদের প্রতি সত্যিই কৃতজ্ঞ যাঁরা এটা সম্ভব করেছেন' । গোয়েলের মতে, নববর্ষের প্রাক্কালে রাত ৮.০৬ এ বিস্ময়করভাবে ৮,৪৪২ টি অর্ডার দেওয়া হয়েছিল। 


আরও পড়ুন : 


লোকসভা ভোটের আগেই CAA চালু সারা দেশে? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের বড় দাবি