নয়া দিল্লি: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় প্রবেশ করে প্রাণ হারানোর ঘটনা ঘটেছিল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। ১৯৯৬-এ 'শিবা'কে মালা পরাতে গিয়ে চিড়িয়াখানায় বাঘের থাবায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। কর্তৃপক্ষের তরফে ওই ব্যক্তিকে 'মদ্যপ' এবং 'মানসিক ভারসাম্যহীন' বলা হয়েছিল। কিন্তু রবিবার যে কাণ্ড ঘটল চিড়িয়াখানায় তা রীতিমত শিহরণ জাগানো।   


এবার নিউ জার্সির কোহানজিক চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গলের খাঁচায় নেমে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ফিরেছেন এক মহিলা। রবিবার দুপুর ২২টো নাগাদ এক মহিলা সকলের নজর এড়িয়ে বাঘের খাঁচার এনক্লোজার টপকে ভিতরে প্রবেশ করেন। এরপর সে বাঘটিকে খোঁচা মারার চেষ্টা করেন। কয়েক মুহূর্তের মধ্যেই এগিয়ে এসে ওই মহিলাকে আক্রমণ করতে উদ্যোত হন। যদিও চোখের পলকে এবং বরাতজোরে বেরিয়ে আসতে সক্ষম হন মহিলা। বাঁচে প্রাণ। 


এই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কীভাবে ওই মহিলা বাঘের খাঁচায় ঢুকে পড়েন এবং কোনওক্রমে প্রাণে রক্ষা পান। জানা গিয়েছে, ওই রয়্যাল বেঙ্গল বাঘের ওজন ছিল প্রায় ৫০০ পাউন্ডের কাছাকাছি। 


এমনকী পুলিশের তরফেও এই ভিডিওটি প্রথম প্রকাশ করে পরে তা ডিলিট করা হয় বলে খবর।  তবে এরপর তাঁরা একটি ফেসবুক পোস্ট করে। সেখানে লেখা রয়েছে, 'খাঁচার জাল টপকে কেউ ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না। কোনও চিড়িয়াখানার খাঁচার জাল টপকানো সেখানকার আইন অনুযায়ী ( সিটি অর্ডিন্যান্স ২৪৭-সি) গর্হিত অপরাধ হিসেবে বিবেচ্য হবে।' 




আরও পড়ুন, এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম ভারতের এই রাজ্যে! টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠবে


চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, 'দর্শকদের জন্য কড়া বার্তা দেওয়া হচ্ছে যে বা যারা চিড়িয়াখানার মধ্যস্থ খাঁচার জাল পেরিয়ে ঢোকার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকী ধরা পড়লে সারাজীবনের জন্য চিড়িয়াখানায় ঢোকার রাস্তাও তাঁদের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে জানান হয়েছে। 


চিড়িয়াখানার সূত্র অনুযায়ী, নিউ ইয়র্কের ওই চিড়িয়াখানায় দুটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। একজনের নাম ঋষি, অপরজন মাহেশা। ২০১৬ সালে তাঁদেরকে ওই চিড়িয়াখানায় শাবক হিসেবে নিয়ে আসা হয়। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে আসছে গোটা বিশ্বেই। তবে নিউ ইয়র্কের এই চিড়িয়াখানায় তাদের যত্ন সহকারেই রাখার ব্যবস্থা করা হয় বলে জানান হয়েছে চিড়িয়াখানার তরফে।   


 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে