নয়া দিল্লি: দেরিতে হলেও বর্ষার প্রবেশ ঘটেছে বঙ্গে। বৃষ্টিমুখর দেশের প্রায় প্রতিটি রাজ্যে। কোথাও কোথাও টানা বৃষ্টিতে জল জমেছে। কোথাও আবার বৃষ্টিতে গৃহবন্দী পরিস্থিতি। এরই মধ্যে রাস্তায় ধস নেমে তলিয়ে গেল গাড়ি। 


সংবাদসংস্থা পিটিআই-এর তরফে জানান হয়েছে, প্রচণ্ড বৃষ্টির পর হঠাৎই রাস্তায় ধস নামে। কোনও ছোটখাটো ধস নয়, রীতিমতো বড় গর্ত হয়, এর মধ্যে ঢুকে যায় একটি সাদা রঙের গাড়ি। 


ঘটনাটি ঘটেছে গুজরাতের গান্ধীনগরে। বেশ কয়েকদিন ধরেই সেখানে ভারী বৃষ্টি চলছে। এর জেরে স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। আমদাবাদ এবং সুরাতেরও বেশ কয়েকটি এলাকা বিপর্যস্ত এই বৃষ্টির জেরে। একাধিক এলাকায় জল জমে যাওয়ার জেরে ট্রাফিক আটকে পড়েছে। গত ১০ ঘণ্টায় সুরাতের পালসানা জেলায় প্রায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা কার্যত রেকর্ড।                                                                 






পিটিআই-এর দেওয়া ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেভাবে রাস্তায় ধস নেমে গাড়ি ঢুকে গেছে পাতালে তা দেখে শিউরে উঠেছে অনেকেই।                                                        


এই ভাইরাল ভিডিও দেখে একজন এক্স ইউজার লিখেছেন, 'যারা গুজরাত মডেল নিয়ে কথা বলেন তাঁদের উচিত এগুলো নিয়েও কথা বলা। রাস্তা ঠিক মতো তৈরি হয়নি নিশ্চয়ই। আরেক এক্স ইউজার লিখেছেন, 'গুজরাতের রাস্তা এতটাই দুর্বল?' আরেকজন তোপ দেগেছেন উপস্থিত লোকজনদের প্রতি। কেন তাঁরা এই বিপদ দেখেও এগোলেন না সেই নিয়েই সরব হয়েছেন। 


আরও পড়ুন, বৃষ্টিতে ভেসেছে চতুর্দিক, রাস্তায় হেঁটে ঘুরছে কুমির! আতঙ্কে কাঁটা শহরবাসী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে