Viral: পোষ্যদের মিষ্টি মুহূর্তের বিভিন্ন ভিডিও হামেশাই ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কখনও দেখা যায় পোষ্যের সঙ্গে খেলায় মেতেছে কোনও খুদে। কখনও বা পোষ্যের সঙ্গে মালিক-মালিকিনের মজার ভিডিও নেটিজেনদের মনজয় করে নেয়। তবে এবার ফটো তোলার পোজ দিয়ে নেট দুনিয়ার হৃদয়হরণ করেছে এক ছোট্ট wild hamster। এই wild hamster আসলে বুনো ইঁদুর বা গিনিপিগ জাতীয় প্রাণী। ভারতে এদের দেখা পাওয়া যায় না বলেই জানা গিয়েছে।

 

কিন্তু একটা ছোট্ট ইঁদুর কী এমন করেছে যে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা

ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে ওই ছোট্ট প্রাণী ফটো তোলার জন্য যেভাবে পোজ দিয়েছে তাতেই তাজ্জব হয়ে গিয়েছে নেট দুনিয়া। সর্বত্র চর্চা হচ্ছে ওই wild hamster- কে নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, Buitengebieden ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, কীভাবে ক্যামেরায় ধরা দিয়েছে ওই wild hamster।

ভিডিওতে দেখা গিয়েছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার জুলিয়ান র‍্যাড ক্যামেরা নিয়ে ফোকাস করেছেন একটি ভারী সুন্দর ফুলের উপর। মিষ্টি বেগুনি রঙ তার। হঠাৎই দেখা গিয়েছে ওই ফুল দেখে ঘাসের মধ্যে গর্ত থেকে মাথা তুলেছে একরত্তি wild hamster। ফুলের দিকে যেত না এগিয়েছে সে, তখনই ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত হয়েছেন ফটোগ্রাফার। ভিডিওতে দেখা গিয়েছে, ফুলটি পেয়ে কামড়ে কামড়ে খেতে শুরু করেছিল ওই wild hamster। আর সেই সময়েই পোজও দিয়েছিল সে। সেটাই দক্ষতার সঙ্গে লেন্সবন্দি করেছেন ওই ফটোগ্রাফার।

শেয়ার হওয়ার পর থেকেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা। সত্যিই ওই wild hamster এমনভাবে ছবি তোলার জন্য পোজ দিয়েছে যে, তা দেখে অবাক হতেই হবে। একদিনে ১.৭ লক্ষেরও বেশি ভিউ হয়েছিল এই ভিডিওর। ইতিমধ্যেই ৪ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষ ভিউ পার হয়েছে এই ভিডিওর। নেটিজেনরা বলছেন, কোনও wild hamster যে এত সুন্দর ভঙ্গিতে ছবি তুলতে পারে, এমন করে ফটো তোলার জন্য পোজ দিতে পারে, তা জানা ছিল না।

আরও পড়ুন- ঠিক যেন আইনস্টাইন, বিরল রোগেই বিজ্ঞানীর সঙ্গে নজরকাড়া মিল শিশুর