Viral Video: অফিসের কম্পিউটারের পিছনে ভয়ঙ্কর শব্দ! লুকিয়ে থাকা বিশাল সাপ ধরলেন এই মহিলা! শিউরে ওঠা ভিডিও
Viral News: তবে এর পর এক মহিলা যেভাবে সাপটিকে উদ্ধার করলেন, সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
নয়া দিল্লি: প্রতিদিনের মতোই অফিসে গিয়েছিলেন কর্মীরা। কিন্তু এদিনটা যেন আর চার পাঁচটা দিনের মতো ছিল না। অফিসে ঢুকতেই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল কর্মীদের। কেন? দরজা খুলে রুমে ঢুকতেই তারা শুনতে পায় অদ্ভূত এক আওয়াজ। প্রথমে কেউই কিছু বুঝতে পারেনই। পরে হিস হিস আওয়াজে বুঝতে পারেন বিশাল কোনও সাপ রয়েছে ওই অফিস রুমের মধ্যেই।
তবে এর পর এক মহিলা যেভাবে সাপটিকে উদ্ধার করলেন, সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ওই সর্প উদ্ধারকারীর নাম অজিতা পাণ্ডে। তিনি খবর পেয়েই ছুটে আসেন ওই অফিসে। এরপর যান ওই কম্পিউটার সিস্টেমের সামনে। সেখানে গিয়ে তিনিও শোনেন ওই আওয়াজ। আর এর পর যা করলেন তিনি তা সকলকে অবাক করে দিয়েছে।
I first thought she’s here to fix the HDMI cable that might have come loose 😭😭 pic.twitter.com/U3vt3o53R2
— Yo Yo Funny Singh (@moronhumor) July 27, 2024
যেরকমভাবে হাতে দড়ি কিংবা কেবল নিয়ে কেউ খেলা করে, তেমনভাবেই সাপটিকে অনায়াসে হাতে পেঁচিয়ে বের করে আনেন অজিতা। কাজটি এমনভাবে করেন তিনি যেন এটা কিছু ব্যাপারই নয়। তার বক্তব্য এই সাপটি দেখতে বড় হলেও বিষধর নয়। অজিতা অনায়াসে এই সাপটিকে ধরে তা থলিতে ঢুকিয়ে দেন।
গোটা ভিডিওটি দেখে এক নেটিজেন বলেছেন, 'আমি প্রথমে ভেবেছিলাম উনি বোধহয় HDMI cable ঠিক করছেন। এরপর আসল সত্যিটা দেখে তো থ খেয়ে গেছি।'
Good work. During monsoons, water enters in snake holes and they come out from them to take refuge in dry and dark places and enter in homes, store rooms, garages and vehicles. Good to make people aware of. This was a rat snake, a non venomous one, but not all can be handled like… https://t.co/Kyy6loLg4n
— Ramesh Pandey (@rameshpandeyifs) July 28, 2024
এ প্রসঙ্গে ইনস্পেক্টর জেনারেল অফ ফরেস্ট রমেশ পান্ডে বলেন, 'খুব ভাল কাজ করেছেন মহিলা। বর্ষাকালে সাপের উপদ্রব খুব তীব্র হয়। এরা স্যাতস্যাতে ও অন্ধকার জায়গা খুব পছন্দ করে। গুদামঘর, গ্যারেজে এরা থাকতে পছন্দ করে। সকলের খুব সাবধানে থাকা উচিত এই সময়। তবে ভাগ্য ভাল এটি বিষধর সাপ ছিল না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে