নয়া দিল্লি: অনেকেই বলে থাকেন 'ভালোর যুগ আর নেই'। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যা দেখে এই কথাটিই ফের উঠে আসছে। মেট্রোতে ঝগড়া থামাতে গিয়ে এক ব্যক্তি যেভাবে আহত হলেন, তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ অবস্থা।
নানা ঘটনা, নানা কারণে মেট্রোর খবর প্রকাশ্যে এসেই থাকে। সবচেয়ে বেশি চর্চায় থাকে দিল্লি মেট্রো। যাত্রীদের অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক আচরণের বিষয়টি বারংবার প্রকাশ্যে এসেছে। এবার সেই দিল্লি মেট্রোর খবরের শিরোনামে। মেট্রোর টিকিটের টোকেন কাউন্টারে তর্কের পরে দুই থেকে তিনজন যেভাবে ঝামেলায় জড়ালেন এবং ফলাফলের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
এক্স হ্যান্ডেলে শেয়ার করা এই ক্লিপটিতে দেখা যাচ্ছে টিকিট কাউন্টারে বিবাদের জের ধরে দু'জন লোক মারামারি করছে। বিশৃঙ্খল হাতাহাতির মধ্যে টোকেন পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আরেক জন। তখন তার সামনে থাপ্পড়, ধাক্কা এবং ঘুষি মারার ঘটনা চলছে। সেই পরিস্থিতি ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিলেন ওই তৃতীয় ব্যক্তি। সেই কাজটি করতে গিয়েই চড় খেয়ে গেলেন ওই ব্যক্তি।
এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
তবে ভিডিও দেখে মারামারির কারণ এখনও স্পষ্ট নয়। দিল্লির কোন মেট্রো স্টেশনে এই ঘটনাটি ঘটেছে সেটিও জানা যায়নি। তবে মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি। ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এটি।
এক ইউজার লিখেছেন, এখন কোথাও ঝামেলা হলে কারও আগ বাড়িয়ে না যাওয়াই ভাল। এই ভিডিওটি প্রমাণ যে কারও ভাল করতে নেই। আরেক ইউজার লিখেছেন, ঝগড়া হয়েছিল দুই ব্যক্তির মধ্যে। কিন্তু ভালমানুষ ওই মানুষটি মাঝখান থেকে মার খেয়ে গেল। -
আরও পড়ুন, বিয়েতে নিরামিষ মেনু দেখে মাথা গরম বরযাত্রীদের! কনের বাড়িতে তুলকালাম কাণ্ড, আত্মীয়দের লাঠি দিয়ে মার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে