কলকাতা : চলছে বিয়ের মরশুম। সোশাল মিডিয়া নিত্যদিন ভরে উঠছে ব্যবহারকারীদের বিয়েবাড়ির ছবিতে। শীতের আমেজে আরও বাহারি হয়ে উঠছে বিয়েবাড়িগুলো। সামাজিক মাধ্যমে ঢুকলেই এখন নিত্যনতুন ছবির ভিড়। তবে, এই আবহে ভাইরাল হয়েছে একটি ছবি। যা নজর কেড়েছে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের। সেই ছবি ঘিরে নানা প্রতিক্রিয়ার ভিড় জমেছে ওয়ালে।
কিন্তু, কী এমন আছে সেই ছবিতে ?
ভাইরাল ছবিতে দেখা গেছে বরের বেশে এক যুবককে, অর্থাৎ বরকে। বিয়ের অনুষ্ঠান চলাকালীনই পিছন ফিরে বন্ধুদের সঙ্গে খুব সিরিয়াসলি লুডো খেলছেন তিনি। এই ছবি শেয়ার করেছেন এক এক্স (পূর্বতন ট্যুইটার) ব্যবহারকারী। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। বরের পিছনে রয়েছে তাঁর দুই বন্ধু। যাঁরা মনেপ্রাণে অনলাইনে লুডো খেলায় মত্ত তাঁর সঙ্গে। ছবিতে এক ফটোগ্রাফার এবং এক পুরোহিতকেও দেখা যাচ্ছে। শেষ আপডেট অনুযায়ী, ৪ লক্ষ ৬৫ হাজার ভিউ হয়েছে ছবিটিতে। এর মধ্যে অধিকাংশই ছবিটিতে মজা পেয়েছেন। কেউ কেউ অবশ্য সমালোচনাও করেছেন।
ছবির ক্যাপশনে লেখা, "Bro has his own priorities"। ছবিটি ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া দেখা যায়। এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, "এটি একটি বাঙালি বিয়ে এবং সততই তাঁকে দোষারোপ করা যায় না। কারণ, বেশ কিছুক্ষণ তা চলতে পারে।" অপর একজন লিখেছেন, "ভেবে দেখুন, কোনও একদিন সন্তানদের এই ঘটনা বলবেন!" তৃতীয় একজন মন্তব্য করেছেন, "জীবনে অগ্রাধিকার কী তা উনি বেছে নিয়েছেন। সেজন্য ওঁকে অনেক ভালবাসা।"
কেউ কেউ আবার বিয়ের শুভ অনুষ্ঠান চলাকালীন একাজ করাই এর তীব্র সমালোচনা করেছেন। গুরুত্বপূর্ণ দিনে এরকম তুচ্ছ বিষয়ে কেন জড়িয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, "যদি আমি কনে হতাম, তাহলে আমি দৌড়ে পালাতম।" অপর একজন লিখেছেন, "সত্যি ! ঐতিহ্যকে সম্মান জানাই। এরকম জিনিস করার জায়গা ও সময় দুই-ই আছে।" গত মাসেই ভারতে বিয়ের মরশুম শুরু হয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত তা চলবে বলে আশা করা হচ্ছে। Confederation of All India Traders-এর একটা সমীক্ষা অনুযায়ী, গত বছর ৪৮ লক্ষ বিয়েবাড়ি থেকে ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে