Viral Video: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বন্যপ্রাণীদের এমন কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয় যা দেখে চমকে ওঠার পাশাপাশি বেশ আনন্দও পান ইউজাররা। তেমনই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে আদর করছে এক যুবককে। থাবা বাড়িয়ে যুবককে জড়িয়ে ধরিয়ে সে কী আদর বাঘমামার। পারলে কোলেই উঠে পড়ে। দেখলে মনে হবে যেন সত্যিই ওই যুবকের কোলে উঠেই পড়েছে বাঘটি। এই ভিডিও দেখে প্রথমে আঁতকে উঠলেও নেটিজেনরা বলছেন, বেশ মজাও পেয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি খাঁচার মধ্যে ছিল বাঘটি। অনুমান কোনও চিড়িয়াখানাতেই তোলা হয়েছে এই ভিডিও। এক যুবক এসে খাঁচার দরজা খুলে দিতেই একলাফে বেরিয়ে আসে বাঘটি। তারপর কার্যত ঝাঁপিয়েই পড়েছে ওই যুবকের উপর। তবে আক্রমণের ভঙ্গিতে নয়। বরং একদম আদর করার জন্যই যুবকের দিকে এগিয়েছে বাঘটি।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লাফিয়ে ঝাঁপিয়ে যুবকের কোলে ওঠার চেষ্টা চালাচ্ছে বাঘটি। দেখে মনে হচ্ছে, এই যুবক নিশ্চিত ওই বাঘের প্রশিক্ষক কিংবা তাকে দেখভাল করেন। নাহলে এমন সখ্য গড়ে ওঠা মোটেই সম্ভব নয়। প্রথমে বাঘটি যখন যুবকের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন সাময়িক ভাবে তাকে সামাল দিতে একটু বেগ পেতে হয়েছিল যুবককে। কিন্তু তারপরেই বাঘটিকে একদম জড়িয়ে ধরে তিনি। গায়ে, মাথায় একটু হাত বুলিয়ে আদরও করে দেন। কিন্তু বাঘ কী আর সহজে শান্ত হয়। ফের লাফালাফি শুরু করে সে। তবে এবার আর বেগ পেতে হয়নি ওই যুবককে। নিমেষেই বাঘটিকে কায়দা করে বাগে নিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, গত অক্টোবর মাসে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ ভাইরাল হয়েছে। বেড়েছে ভিউ, লাইক এবং কমেন্টের সংখ্যা।