হায়দরাবাদ: বিয়ে করতে গিয়ে হুলস্থুল কাণ্ড! বরকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল বরযাত্রীরা। বিয়ের জন্য প্রস্তুত ছিলেন কনেও। কিন্তু আচমকাই গোল বাধে বিয়ের মেনু নিয়ে। অশান্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে বন্ধ হয়ে যায় বিয়েও! 


ঠিক ঘটনা? 


বিয়েতে কনেপক্ষের আয়োজন করা মেনুতে ছিল না খাসির মাংস। আর তাতেই রেগে গিয়ে বিয়ে ভেঙে দিল বরপক্ষ। এমনই ঘটনা ঘটল তেলেঙ্গানায়। জানা গিয়েছে, কনে নিজামাবাদের বাসিন্দা এবং বর জগতিয়ালের বাসিন্দা। সেই হবু দম্পতিদের নভেম্বরে বাগদান হলেও বাতিল হয়ে যায় বিয়ে!


বাগদান অনুষ্ঠানে খাসির মাংসের নল্লি পরিবেশন না হওয়ায় কনেপক্ষের বাড়ির ওপর রেগে যায় বরপক্ষ। পরিস্থিতি আরও খারাপ হয় যখন কনের পরিবার জানান, তাদের মেনুতে নেই খাসির মাংসের নল্লি। এরপরই অশান্তি-গন্ডগোলের সূত্রপাত। মারামারি-হাতাহাতিও বেঁধে যায়। 


এই ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। স্থানীয় পুলিশ স্টেশনের আধিকারিকরা বরের পরিবারকে ঝগড়া নিষ্পত্তি করানোর চেষ্টা করলেও সুরাহা পাওয়া যায় না। দাবি, বরপক্ষ যুক্তি দিয়েছিল যে কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে এই সত্যটি লুকিয়ে রেখেছিল যে মেনুতে ছিলনা। তাই শেষ পর্যন্ত বরের পরিবার বাগদানের পর বিয়ে বাতিল করে দেয়।                                                                                       


আরও পড়ুন, পার্কে পাওয়া কোটি টাকার হিরেকে কাচের টুকরো ভেবে ভুল! এরপর...


ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনাটি যেন মনে করিয়ে দিয়েছে তেলেগুর জনপ্রিয় চলচ্চিত্র বালাগামের কথা । সেই চলচ্চিত্রে দেখা গিয়েছিল মাটন অস্থি মজ্জা না পাওয়ার কারণে দুটি পরিবারের মধ্যে ঝগড়ার জেরে একটি বিয়ে বাতিল হয়ে যায়। সেই চলচ্চিত্রের ছবি এবার ধরা পড়ল বাস্তবের দুনিদুনিয়ায়। তবে বিয়ে বাতিলের মতো এমন ঘটনা যে ঘটতে পারে তা হয়তো বুঝতে পারেনি কনেপক্ষের পরিবার।         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে