কলকাতা: দূরপাল্লায় ট্রেনে চাপার সময় খেয়াল নাও হতে পারে। কিন্তু ট্রেন থেকে নামার পর গোটা ট্রেন চলে যাওয়ার সময় নিশ্চয়ই চোখে পড়েছে। অথবা প্ল্যাটফর্মে দাঁড়ানোর সময় যদি কোনও দূরপাল্লার ট্রেন চলে যায় তাহলে তো চোখে পড়তে বাধ্য- X
ট্রেনের একেবারে শেষ কামরার পিছনে বড় করে ইংরেজি X অক্ষরটি লেখা থাকে। অধিকাংশ সময়েই সাদা বা হলুদ রং দিয়ে লেখা থাকে। কিন্তু কেন এই অক্ষর? কেন লেখা হয় এমনভাবে? যাঁরা জানেন না তাঁদের অনেকের মনেই এমন প্রশ্ন দেখা দেয়। এই প্রশ্নের উত্তর দিয়েছে খোদ রেল কর্তৃপক্ষ।
X হ্যান্ডেলে ভারতীয় রেলওয়ে এই নিয়ে লিখেওছিল। কেন শেষ কামরার একেবারে পিছনে একটি 'X' চিহ্ন থাকে, সেই উত্তরই দিয়েছিল ভারতীয় রেল। এর কারণ হিসেবে, ভারতীয় রেল জানিয়েছে যে এই চিহ্নটি বোঝায় যে ওই কোচটি ওই ট্রেনের শেষ কোচ। এর পরে আর কোনও কোচ অবশিষ্ট নেই। চিহ্নটি সাধারণত হলুদ এবং সাদা রঙের হয়। ওই ট্রেনের কামরার পিছনের এই 'X' চিহ্নটি একটি নিশ্চিতকরণ চিহ্ন, অর্থাৎ কোনও কামরা ফেলে না রেখেই ট্রেনটি পেরিয়ে গিয়েছে এটা বুঝে নেওয়া হয়।
এ ছাড়া ট্রেনের শেষ কামরায় চিহ্নের উপস্থিতির আরেকটি তাৎপর্য রয়েছে। একটি ট্রেনের শেষ বগিতে X চিহ্নটি দুর্ঘটনা এড়ানোর জন্য়ও জরুরি বলে মনে করা হয়। ধরা যাক কোনও দূরপাল্লার ট্রেনে এমন চিহ্ন দেখা কামরা দেখা গেল না। তখন এটা মনে করা হয় যে কোনও কারণে কোথাও ট্র্যাকের উপর পড়ে রয়েছে সেটি। সেক্ষেত্রে ওই লাইনে যদি কোনও ট্রেন এসে যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে খোঁজ শুরু হয় ওই কামরার।
রেল ক্রসিংয়ে যিনি থাকেন, স্টেশন ম্যানেজার যিনি থাকেন - আগেকার দিনে (বা এখন যেখানে হ্যান্ড সিগন্যাল দেখাতে হয়) সেখানে ওই কামরা দেখে বোঝা যায় যে সব কামরা ঠিক রয়েছে এবং পুরো ট্রেনটি চলছে। শেষ কোচে X চিহ্ন অনুপস্থিত থাকলে, স্টেশন মাস্টার একটি সতর্কবার্তা জারি করেন। 'এক্স' চিহ্ন যুক্ত শেষ বগি দেখেই স্টেশন মাস্টার আগের স্টেশনের স্টেশন মাস্টারকে অন্য ট্রেন ছাড়ার অনুমতি দেন।
এছাড়াও, ওই চিহ্নের সাথে লেখা LV অক্ষর দেখা যায়। এর অর্থ শেষ যানবাহন। এটি একটি ছোট বোর্ডে সাধারণত হলুদ রঙের উপর কালো রং দিয়ে হাইলাইট করা হয়। শেষ কামরার পিছনের দিকে লাগানো থাকে। X অক্ষরের ঠিক নীচে একটি লাল আলো দেওয়া থাকে। তারও একটি কারণ রয়েছে। রাতে, যখন অন্ধকার থাকে এবং X চিহ্নটি নজরে পড়ে না। তখন চিহ্নের নীচে লাল আলো দেখে শেষ কোচটি নির্ধারণ করা যায়।
আরও পড়ুন: রক্তাক্ত শেয়ার বাজার! সকাল ১০টায় ৭০০ পয়েন্ট নীচে Sensex! বেলাইন Nifty