ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলস যেন এক ধ্বংসস্তুপ। যতদূর চোখ যায়, ততদূরই ধ্বংসের ছবি। পোড়া বাড়ি, ছাই হয়ে যাওয়া গাছপালা, মৃত পশুর দেহাবশেষ ! ঠিক কী কারণে এত বড় দাবানল, কীভাবে এমন রাক্ষুসে হয়ে উঠল আগুন, কীভাবেই বা তা ছাই করে দিল একের পর এক  লোকালয়? এখনও স্পষ্ট নয় কিছুই। 

এই হাহাকারের মধ্যেই এই ব্যক্তির জীবনে যা ঘটেছে, তা মিরাকলের থেকে কম কিছু নয়।  বিধ্বংসী দাবানলের মধ্যেও বেঁচে গিয়েছে তার বাড়িটি। আশ্চর্যভাবে তাঁর বাংলোটির আশেপাশের সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও তার বাড়িটির একটুও ক্ষতি হয়নি। এর জন্য তিনি ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। নেটমাধ্যমে ছড়়িয়ে পড়েছে এই ব্যক্তির পোস্ট করা ভিডিওটি। ওই ব্যক্তি জানান, তিনি যে ব্লকে থাকেন, সেখানে আর কিছুই স্বাভাবিক নেই। সব পুড়ে ছাই। শুধুমাত্র তাঁরবা বাড়িটিই অক্ষত। আগুন স্পর্শ করেনি সেই বাড়িটিকে।  @elreyrealestate একটি ভিডিও শেয়ার করেন  সোশ্যাল মিডিয়ায় ।  তারপর ভিডিওটি বহুজনই রিপোস্ট করেন।     

ভিডিওতে তিনি হেঁটে হেঁটে দেখান, তাঁর চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ।  অথচ তাঁর বাড়িটি রয়েছে অক্ষত। যেন ধ্বংসস্তুপে জেগে থাকা একটি প্রাণ।   তিনি তাঁর বাড়ির আশপাশটা দেখান। তাঁর বাড়ির কর্নার হাউসটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনি দেখা তাঁর বাড়ির রাস্তাটিও চলে গিয়েছে অগ্নিগ্রাসে।  একমাত্র তাঁর বাড়ি ছাড়া  ব্লকের প্রতিটি বাড়িই পুড়ে গেছে।  

বলতে বলতে চোখের জল এসে যায়। তিনি মনে করেন, সবকিছু ধ্বংস হয়ে গেলেও, তাঁর বাড়িটি বেঁচে যাওয়া ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই নয়। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ' এটি কি আমার প্রাপ্য ছিল ? আমি মনে করি না যে আমি এটির যোগ্য, কিন্তু ঈশ্বর অন্য সবাইকেও আশীর্বাদ করুন, তাঁরাও যাতে বাড়িগুলি আবার তৈরি করে নেওয়ার জন্য  বীমা থেকে যথেষ্ট অর্থ পান। ' তিনি ঈশ্বর জানেন আমাকে রক্ষা করার জন্য তাকে কী করতে হয়েছিল। তিনি বলেন, 'আমি বোকা । আমার বীমা আছে কিনা তাও আমি জানি না। আমি এর জন্য টাকাও দিয়েছি কি না দেখতে হবে'

তিনি বলেন, 'আমার চারপাশে এত লোকের  বাড়ি, হে ঈশ্বর! কিভাবে এটা সত্যি হতে পারে? আমার ঘর অক্ষত। ভগবান না থাকলে এমনটা হয়?'