নয়াদিল্লি: উইকএন্ডের (Weekend) ঠিক আগের দিনটা ছুটি। বলা নেই-কওয়া নেই- এমন একটি ছুটি যদি পাওয়া যায়? আবার সেই ছুটিটা যদি ঘুমোনোর জন্যই দেওয়া হয়, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা ঘটিয়েছে বেঙ্গালুরুর একটা সংস্থা। ঘুমনোর জন্য তাঁদের কর্মীদের একটা গোটা দিন ছুটি দিয়েছে ওই সংস্থা। কারণ World Sleep Day-তে এটাই সংস্থার তরফে উপহার।
১৭ মার্চ World Sleep Day. তাই এদিন এমন একটি ছুটিই উপহার দেওয়া হল। সংস্থাটির নাম Wakefit Solution. বাড়ির সজ্জা এবং ম্যাট্রেস বিক্রি করে এরা। ঘুমনোর জন্য প্রয়োজনীয় জিনিস যে সংস্থা বিক্রি করে তাদের তরফেই কর্মীদের জন্য এমন উপহার। বিষয়টি জানিয়ে linkedln-এ পোস্টও করেছে সংস্থা। সেখানে বলা হয়েছে ১৭ মার্চ World Sleep Day- পালনের জন্য বিশেষ উপহার দেওয়া হয়েছে। সংস্থার সব কর্মীদের এই দিনটিকে বিশ্রাম নেওয়ার জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি শুক্রবার হওয়ায় এর সঙ্গেই রয়েছে শনিবার ও রবিবার। ফলে লম্বা উইকএন্ডে কর্মীর ঠিকমতো বিশ্রাম নিক- এমনটাই চেয়েছে ওই সংস্থা।
কী বলেছে সংস্থা?
সংস্থার তরফে কর্মীদের যে ইমেল করা হয়েছে। তার স্ক্রিনশটও দেওয়া হয়েছে ওই পোস্টে। সেখানে লেখা হয়েছে, 'Surprise Holiday: Announcing the Gift of Sleep' মেলে লেখা রয়েছে, 'International Sleep Day উদযাপন নিয়ে Wakefit-এ আমরা সবাই রোমাঞ্চিত। ১৭ মার্চ দিনটি অপশনাল হলিডে। আমরা মনে করে স্লিপ ডে একটি উৎসব। বিশেষ করে যখন এটা শুক্রবার পড়েছে।' ওই মেলে এটাও লেখা রয়েছে যে সংস্থার তৈরি একটি বিশেষ ডেটাবেস থেকে জানা যাচ্ছে কাজের সময় কর্মীদের ঘুমিয়ে পড়ার ঘটনা ২০২২ থেকে অন্তত ২১ শতাংশ বেড়েছে। ঘুমের অভাবের কারণেই এমনটা ঘটছে। ফলে নিজের কর্মীদের যাতে ঘুমের অভাব না হয় তার জন্য়ই এই সিদ্ধান্ত সংস্থার।
সংস্থার ক্ষেত্রে এমন চমক অবশ্য প্রথম নয়। এর আগেও ঘুম সংক্রান্ত একটি সিদ্ধান্ত নিয়েছিল এই সংস্থা। গত বছর, Wakefit-ঘোষণা করেছিল, তাঁদের কর্মীরা অফিসে কাজের মধ্যে ৩০ মিনিট ঘুমোতে (Nap) পারবেন। তখন বলা হয়েছিল, সংস্থা দুপুরের ঘুমকে প্রাধান্য দিতে চায়। তাই দুপুর ২ টো থেকে আড়াইটা পর্যন্ত ঘুমোতে পারবেন কর্মীরা। এমনটাই জানিয়েছিল সংস্থা।
আরও পড়ুন: শিকার বাগে আনতে মরিয়া তুষার চিতা, ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা বলছেন 'ভয়ঙ্কর সুন্দর'