কলকাতা:  স্কুলের ক্লাসরুম নয়। এ হল ভারচ্যুয়াল ক্লাসরুম। টেলিভিশনের স্টু়ডিওয় বসে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। পর্দার অন্যপ্রান্তে তামাম ছাত্র-ছাত্রীরা। লকডাউনের মধ্যে ঘরে বসেই প্রশ্ন করছে পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের পাঠানো বিভিন্ন সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। শুধু উত্তর নয়, একেবারে সরল ব্যাখ্যার মাধ্যমে পড়ুয়াদের সরাসরি করা প্রশ্নেরও করছেন সমাধান।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। রাজ্যের প্রায় ১৪ হাজার ৮০০ স্কুলে গত ৩ সপ্তাহ ধরে ক্লাস বন্ধ, নবম থেকে দ্বাদশের প্রায় ৪২ লক্ষ পড়ুয়া যেতে পারছেন না স্কুলে।
এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই সময়কালে পড়াশোনামুখী করার সুযোগ থাকছে। বিশিষ্ট শিক্ষকরা অংশ নেবেন। মধ্যশিক্ষা, উচ্চশিক্ষা, প্রাথমিক পর্ষদ, শিক্ষা দফতর থাকবে। শিক্ষকরা ক্লাস নেবেন। দেখবে ছাত্রছাত্রীরা।
এদিনের ক্লাসে উপস্থিত ছিলেন রাজ্য স্কুল শিক্ষা দফতরের কমিশনার অনিন্দ্য নারায়ণ বিশ্বাস। এছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল ভট্টাচার্য, মিতা দত্ত, হিমাদ্রি ভট্টাচার্য ও স্নিগ্ধা মুখোপাধ্যায়।
এদিন বাংলার শিক্ষা ক্লাসরুম-এর প্রথমদিন নবম ও দশম শ্রেণির ইংরেজি সম্পর্কিত পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট শিক্ষকরা।  শুধু তাই নয়। ঘরবন্দি পড়ুয়াদের জন্য হোম টাস্ক বা অ্যাসাইনমেন্টও দেন শিক্ষকরা।
১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত, ১ ঘণ্টা লাইভ ক্লাসরুম সম্প্রচারিত হবে এবিপি আনন্দে। এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারবে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে।
যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল - ৯৭৪৮২১৭২০১। ইমেল আইডি - <bsclassroom2020@gmail.com>। এর পাশাপাশি, সরাসরি ফোনও করা যাবে ০৩৩-২৪৬০৫৫৭২ নম্বরে।


শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী--

  • ৮ এপ্রিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য অ্যাকাউন্টেসি।

  • ৯ এপ্রিল মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির গণিত।

  • ১০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাংলা পড়াবেন শিক্ষকরা।

  • ১১ এপ্রিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং উচ্চমাধ্যমিকের ফিজিক্স।

  • ১২ এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইতিহাস।

  • ১৩ এপ্রিল মাধ্যমিকের ভূগোল এবং উচ্চমাধ্যমিকের অর্থনীতি বিষয়ে পড়াবেন শিক্ষকরা।