Weekly Astrology: আর্থিক কষ্টের আশঙ্কা, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে সপ্তাহভর, একনজরে সাপ্তাহিক রাশিফল
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে এই সপ্তাহ। কর্মক্ষেত্রে একাধিক বাধা আসবে। তবে তা কাটিয়ে উঠতে পারবেন। মন অশান্ত থাকবে। পারিবারিক অশান্তির আশঙ্কা। কারও সঙ্গে বিতর্কে জড়াতে পারেন। তাই সতর্ক হয়ে কথা বলতে হবে। স্ত্রীর স্বাস্থ্য অবনতির আশঙ্কা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): সমস্যার মধ্যে কাটবে এই সপ্তাহ। একাধিক দিক থেকে চাপ আসতে পারে এই সপ্তাহে। স্বাস্থ্য বিগড়ে যেতে পারে। আবহাওয়ার ধরন বুঝে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে হবে। জমি বা বাড়ি বা গাড়ি কিনতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পারিবারিক সমস্যা মিটবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): ভাল কাটবে এই সপ্তাহ। আয়ের নতুন পথ খুলবে। নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। পার্টনারশিপে কাজ করতে পারেন। দায়িত্ব পেতে পারেন। সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে। কোথাও আটকে যাওয়া ফেরতে পাবেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): কোনও দায়িত্ব থেকে মুক্তি পাবেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কোনও রাজনৈতিক ঝামেলার মধ্যে জড়াবেন না। পরিবারে পারস্পরিক সম্প্রীতি দেখা যাবে। আপনাকে নিয়ে ভুল ধারণা কাটবে অন্যদের। পরিবারের সদস্যের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। স্ত্রী এবং সন্তানের ভবিষ্য়তের জন্য বিনিয়োগ করতে পারেন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): প্রশাসনিক দিক থেকে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। নতুন কোনও কাজ শুরু করলে শত্রুর থেকে সাবধান হতে হবে। আপনার কাজ নষ্ট করার জন্য একটি বড় ষড়যন্ত্র করা হতে পারে। সপ্তাহের শেষে কোনও বিশেষ মানুষের সঙ্গে দেখা হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বাড়িতে ঝামেলা হতে পারে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): এই সপ্তাহ আপনার জন্য ভাল নাও হতে পারে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন। কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে কিছু বিষয়ে পারস্পরিক বিবাদের পরিস্থিতি তৈরি হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে অবনতির আশঙ্কা। পরিবারের স্বার্থে বিনিয়োগ করতে হবে।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কোনও কাজ শেষ করার ভাবনা থাকলে তা শেষ হবে। নতুন কাজের ধরনে অনুপ্রাণিত হবেন। বন্ধু এবং আত্মীয়দের সমর্থন পাবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের প্রয়োজনে বিদেশে যেতে পারেন। ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): এসপ্তাহে নতুন কিছু পেতে পারেন। কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। ধর্মীয় কাজে উৎসাহ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারেন। আপনার সব কাজে সমর্থন পাবেন স্ত্রীর। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সব কিছু সামলে নিতে পারবেন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কোনও চক্রান্তের শিকার হতে পারেন। স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে পরামর্শ নিতে হবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): দুশ্চিন্তায় কাটবে এই সপ্তাহ। অর্থের দিক থেকে তেমন কোনও পরিবর্তন নেই। পারিবারে পারস্পরিক সম্মান বজায় থাকবে। যদিও আপনার সব কথায় সম্মতি নাও পেতে পারেন। স্ত্রী এবং সন্তানের সাফল্য আসতে পারেন। কারও থেকে টাকা ধার নিতে হতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবেন। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। আরও বেশি নজর দিতে হবে সন্তানের দিকে। সম্পত্তি, গাড়ি কিনতে পারেন। কোনও প্রিয়জনের থেকে খারাপ খবর শুনতে পারেন। সবমিলিয়ে ভাল মন্দ মিশিয়ে কাটবে দিন। শত্রুদের থেকে সাবধান হতে হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কোনও ভাল খবর পেতে পারেন। বাড়ি কিনতে পারেন। জমি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে ভাল সপ্তাহ। পারিবারিক বিবাদ থাকলে তা মিটে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় কাজে যেতে পারেন। শিক্ষাক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ছাত্ররা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -