Daily Astrology:মূল্যবান সামগ্রী পেতে পেতে পারেন কোন রাশির জাতক, দেখুন আজকের রাশিফল
আজ সুনির্দিষ্ট পরিকল্পনা ও পরিশ্রমে শত্রুপক্ষের বিরুদ্ধে সফলতা অর্জন করতে পারবেন। অফিসের কাজে কোনও গাফিলতি নয়। আজকের দিনটা ব্যবসার পক্ষে শুভ । সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। আগুনের কাজ খুব সাবধানে করুন। ছেলেমেয়েদের জন্য চিন্তা।স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তিত আবহাওয়ায় সম্পর্কে সতর্ক থাকুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ অন্যদের সঙ্গে কথাবার্তা বলায় সময় সতর্ক থাকুন। মিষ্টভাষা প্রয়োগ করুন। বাড়তি কাজের জন্য কিছুটা চাপ অনুভূত হবে। কোনও কাজ কঠিন মনে হলে সে বিষয়ে চিন্তা না করে কাজে মনোনিবেশ করুন। কর্মস্থানে বদলির সম্ভাবনা। পকেটে অফার লেটার থাকলে আর কোনও অপেক্ষা করা উচিত নয়। ব্যবসায়ীদের মন্দা ও লোকসানের মুখে পড়তে হতে পারে। মহামারীজনিত পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়িতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ রাখতে হবে।
আজ অন্য কারুর ওপর অত্যধিক ভরসা বিড়ম্বনায় ফেলতে পারে। অফিসে কাজকর্মে ওঠা-পড়া থাকবে। প্রেমে সঙ্কট দেখা দিতে পারে। বিদ্যার্থীদের পক্ষে দিনটি খুব শুভ, সব কাজে সুফল পাবেন। রাস্তাঘাটে যানবাহন না চালানোই ভাল। মূল্যবান কোনও জিনিস পেতে পারেন।ব্যবসায়ীদের বিরোধীরা সক্রিয় থাকবে। দুর্বলতার সুযোগ নিতে চেষ্টা করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পুরানো রোগ সম্পর্কে সতর্ক থাকুন।
আজ কেউ প্ররোচিত করার চেষ্টা করতে পারে। কিন্তু মন শান্ত রেখে পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। আচমকা রাগ কাজে প্রভাব ফেলতে পারে। কর্মস্থল বা বাড়িতে নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকতে হবে। নিজেদের ভুল বোঝাবুঝির জন্য দাম্পত্য জীবনে কলহ। ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
আজ কোনওভাবেই অন্যদের বিতর্কিত বিষয়ে নাক গলাবেন না। সম্পর্কের অবনতি বা সামাজিক লোকসানের আশঙ্কা। ধর্মীয় অনুষ্ঠানের জন্য টাকা পয়সা খরচ হতে পারে। আজ হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। সাধুসঙ্গ থেকে আনন্দ লাভ। শ্রম ও দক্ষতা সত্ত্বেও কর্মে ব্যাঘাত।বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে।
আজ কাজকর্মে উৎসাহ ও সতর্কতা সাফল্য ও প্রসন্নতার দিকে নিয়ে যেতে পারে।কাজের জন্য দৌড়ঝাঁপ করতে হলে ঘাবড়ানোর কিছু নেই। তৎপতরতার সঙ্গে এগিয়ে চলুন। ব্যবসায় বাড়তি লগ্নি করতে পারেন, শুভ যোগ আছে। সব কাজে আজ সফলতা পাবেন। পুরনো কোনও আটকে থাকা সম্পত্তি প্রাপ্তি হতে পারে। সন্তানের লেখাপড়ায় উন্নতি।
মামলা মোকদ্দমার ক্ষেত্রে সাফল্য বা রেহাই মিলতে পারে। চাকরি প্রত্যাশীদের সামনে নতুন সুযোগ আসতে পারে নতুন বন্ধুর দ্বারা কর্ম পরিকল্পনায় উন্নতি। স্বজনের সঙ্গে মতবিরোধের ফলে পারিবারিক সমস্যা বাড়বে।
অন্য দিনের তুলনায় আজ কিছুটা স্বস্তিজনক পরিস্থিতি থাকবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে সাফল্য বা রেহাই মিলতে পারে। বিদেশ ভ্রমণের বিশেষ যোগ আছে। নতুন বন্ধুর দ্বারা কর্ম পরিকল্পনায় উন্নতি। স্বজনের সঙ্গে মতবিরোধের ফলে পারিবারিক সমস্যা বাড়বে। মায়ের সেবা করুন।তাঁর প্রয়োজন পূরণের সর্বতো চেষ্টা করুন।
আজ কাজকর্মের ধরন বদলালে তা সহায়ক হতে পারে। বন্ধুদের আজ প্রয়োজন হতে পারে। সহকর্মীর সাহায্যে পদোন্নতির যোগ। মা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। ব্যবসায় উপার্জনের জায়গায় বাধা। লিভারের জটিলতায় ভোগান্তি।দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। ছোটাখাটো কথায় ব্যক্তিত্বের সংঘাত দেখা দিতে পারে।
আজ বাড়িতে ও অফিসে চ্যালেঞ্জের মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। পূজার্চনা বা মাঙ্গলিক কাজে খরচ হতে পারে। ব্যবসায় লাভের আশা বিশেষ শুভপ্রদ নয়। ভাল কাজের পরিবর্তে উপহাস ও মনে আঘাত লাগতে পারে। তরুণরা কেরিয়ারের দিকে মনোনিবেশ করুন। কোথাও যাতায়াতের সময় জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন।
বিবাহের কথাবার্তা চললে আজ অগ্রগতির যোগ। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মনের কথা শুনুন। কর্মস্থলে পদোন্নতির যোগ। বাজে আচরণের ফলে মামলায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমে হঠাৎ বাধা আসতে পারে। সন্তানের পড়াশুনা নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
আজ মানসিক চাপ কাটাতে পরিবারের খুশির দিকে নজর দিন। এখন বাড়িতে ছোট থেকে বড়-সবাই আপনার প্রতিই আশা রাখছে। সবার কাছেই নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের সাহায্যে ব্যবসায় বিশেষ উন্নতি হতে পারে। তৃতীয় ব্যক্তির উস্কানিতে পরিবারে অশান্তি বাধতে পারে। অতিরিক্ত উদ্বেগের ফলে কর্মে ব্যাঘাত হতে পারে। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -