Daily Astrology: সপ্তাহের শুরুতেই আর্থিক সমাগম কোন রাশির, সাবধানতা প্রয়োজন কার? জানুন আজকের রাশিফল
একঘেঁয়ে রুটিনের কারণে কিছুটা অশান্ত থাকতে পারে মন। জীবনে একঘেঁয়েমি কাটিয়ে সতেজতা আনতে খেলাধূলোর মতো শারীরিক কার্যকলাপে যুক্ত হতে পারেন। এতে শুধু শারীরিক ও মানসিক দিক থেকে ফিট হয়ে ওঠার পাশাপাশি, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সৃষ্টিশীলতায় আসবে। ব্যয়ের দিকে নজর রাখতে হবে। দীর্ঘ অসুস্থতা থেকে মাতৃস্থানীয়দেপ মুক্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনঃকষ্ট বাড়বে। চক্রান্তে পড়ে নিজের ক্ষতি। মায়ের সঙ্গে সম্পর্ক আরও জোরাল হবে। অংশীদারিত্বের ব্যবসা হলে অংশীদারের প্রতিশ্রুতি খেলাপের সম্মুখীন হতে পারেন। এতে আপনার ওপর চাপ বাড়বে।
বাড়িতে অতিথি সমাগমে আনন্দ। দীর্ঘদিন পর পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। কঠোর পরিশ্রমের সুফল পাবেন পড়ুয়ারা। গাঁটে বা পীঠে ব্যথায় ভুগলে অসুস্থতার ক্ষেত্রে উন্নতি দেখা দিতে পারে। সোনা, গহনা ও জমির মতো সম্পত্তিতে লগ্নি লাভজনক হতে পারে। এতে ভবিষ্যতে ভাল অর্থ আদায় হতে পারে।
ব্যবসায়ীদের কোনও বাণিজ্যিক বা আইনি নথিতে সই করা থেকে বিরত থাকাই ভাল। এতে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হঠাৎ কোনও সমস্য়ায় জড়িয়ে পড়তে পারেন, তবে হতাশ হবেন না বা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যার সুরাহার চেষ্টা করুন। আত্মীয়ের সাহায্যে কোনও কাজের যোগাযোগ।
হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ির বকেয়া কাজ সম্পূর্ণ করতে ছুটি নিতে হতে পারেন। এতে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। বাইরের খাবার এড়িয়ে চলুন।
অতীতে যে বিষয় বুঝতে অসুবিধা হচ্ছিল, তার সহজেই সমাধান হবে। পড়ুয়ারা সহজেই কঠিন বিষয় আয়ত্ত করতে পারবেন। নতুন লগ্নি করতে চাইলে সবদিক ভাল করে বিবেচনা করে দেখতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়িতে সম্বৃদ্ধি ও খুশির পরিবেশ তৈরি হবে।
এমন কারও সঙ্গে জড়িয়ে পড়বেন না, যাঁরা আপনার চাপ বা মানসিক যন্ত্রণার কারণ বাড়াতে পারে। এমনটা করতে পারলে, আপনার মনোভাব ইতিবাচক থাকবে এবং লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে পারবেন। সেজন্য যে কোনও পরিস্থিতিতে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। দামী সামগ্রীর খেয়াল রাখুন
আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে চিন্তাও থাকবে। সংসারে সুখশান্তি বজায় থাকবে । কাজে গাফিলতি এড়াতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতীতে পারছিলেন না, এমন কোনও সিদ্ধান্ত আজ নিতে পারবেন। অতীতের লগ্নি থেকে আর্থিক সুফল মিলবে।
আত্মীয়র কোনও শুভ অনুষ্ঠান পরিবারের মনোযোগ আকর্ষণ করতে পারে। আবেগ, বিশেষ করে, ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে। সহকর্মীদের আচরণে বিরক্ত হতে পারেন, ফলে বচসায় জড়িয়ে পড়তে পারেন। ফলে আপনার সুনাম ধাক্কা খেতে পারে।
তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেবেন না। বিনোদন থেকে শুরু করে সামাজিক মেলামেশার কারণে ব্যয় বাড়তে পারে। কাজ সুসম্পন্ন করার দক্ষতা বৃদ্ধি পাবে। অতীতের চুক্তির জন্য ব্যবসায়ীরা লাভ পেতে পারেন। পেশাদার জীবনে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আপনাকে নতুন লক্ষ্য পূরণের দায়িত্ব দেওয়া হতে পারে।
দূর সম্পর্কের কোনও আত্মীয়র কাছ থেকে সুসংবাদে খুশি হতে পারেন। ভালো গ্রেড পেতে তরুণদের পরিশ্রম করতে হবে। পেটের সমস্যা ভোগাতে পারে। এক্ষেত্রে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কাছ থেকে সহায়তা পাবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতির পথ প্রশ্বস্ত হবে। চলতি সপ্তাহে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।
চলতি সপ্তাহে অফিসে কাজে মনোযোগে সমস্যা হতে পারে। কারণ, কেরিয়ার নিয়ে দ্বিধাগ্রস্ততা থাকবে। ব্যবসায়ীদের প্রচুর সুযোগ আসবে। ফলে তাঁরা তাদের কর্মপদ্ধতিতে বড়সড় বদল দেখতে পাবেন। অপ্রয়োজনীয় বিষয়ে খরচ এড়িয়ে চলুন। নাহলে আর্থিক পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। আপনার ছোটভাই জীবনের সর্বক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -