Daily Astrology : পরিবারের সঙ্গে ছুটি কাটানোর দিন মিথুনের, আজ কী রয়েছে আপনার ভাগ্যে ?
মেষ : পরিবারে কঠিন সময়। কোনও কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে সহকর্মী। কোনও মূল্যে আপনার কর্মক্ষমতা হ্রাস পেতে দেবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ : ট্রেকিং বা কঠোর কোনও কাজে লিপ্ত হবেন না। বিবেচনা করে অর্থ ব্যয় করুন। পরিবারের সদস্যের অপকর্ম উপেক্ষা করা ভাল।
মিথুন : পরিবারের সঙ্গে ছুটি কাটানোর দিন। ব্যাঙ্ক ব্যালান্সে ঘাটতি দেখা দিতে পারে। যাঁরা নতুন কাজের সন্ধান করছেন, তাঁদের সেই সুযোগ আসতে পারে।
কর্কট : সন্তানের বা ভাই-বোনদের কারও সাফল্য উদযাপনের সম্ভাবনা। আজ কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। মানসিক শান্তির জন্য উদ্বেগ ঝেড়ে ফেলুন।
সিংহ : যাঁরা রাস্তা দিয়ে জার্নির কথা ভাবছেন, তাঁরা দিনের আলো কাজে লাগান। সহকর্মীদের থেকে সাহায্যের প্রত্যাশা করতে পারেন। বাড়ির খাবারের কোনও বিকল্প নেই।
কন্যা : কাছের কাউকে সহানুভূতির সঙ্গে হ্যান্ডেল করতে হবে। তাঁকে সান্ত্বনা দিন। ব্যবাসায়িক ডিলে লাভবান হবেন।
তুলা : স্বাস্থ্যকর খাবার খান । সক্রিয় জীবনশৈলী মেনে চলুন। ছাত্রদের কঠোর পরিশ্রম করতে হবে। সময়ে কোনও কাজ শেষ করতে যথেষ্ট বেগ পেতে হবে।
বৃশ্চিক : পারিবারিক ক্ষেত্রে কারও সাহায্যের হাতের প্রয়োজন পড়তে পারে। যেসব ছাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চায়, তাদের অতিরিক্ত সময় দিতে হবে। কাজের জায়গায় কোনও ক্ষেত্রে কিছু বুঝতে অসুবিধা হলে গোড়াতেই তা কাটিয়ে নিন।
ধনু : রোগ-বালাই দূরে সরিয়ে রাখতে আপনি ফোকাসড থাকবেন। কোনও সমস্যা এড়াতে কোথায় যাচ্ছেন স্ত্রীকে জানিয়ে রাখুন। কোনও ইচ্ছাপূরণে ঋণ নিতে পারেন।
মকর : জরুরি ভিত্তিতে কোনও কাজ করতে হতে পারে। যা কিছু করবেন তাতে স্ত্রী-কে নিযুক্ত করুন।
কুম্ভ : কর্মক্ষেত্রে সন্তুষ্টি। স্বাস্থ্যের বিষয়ে পদক্ষেপ নিন। দূষণ থেকে নিজেকে সরিয়ে রাখুন।
মীন : এমন কোনও আত্মীয় বা বন্ধু যে বিরক্ত করেন, তাঁর পাল্লায় পড়তে পারেন। নিজের সন্দেহ দূর করুন। কোনও কাজ ভালভাবে সম্পাদন হলে সন্তুষ্টি আসবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -