Daily Astrology:রোগমুক্তি কোন রাশির জাতকের, অজানা ভয় কোনও রাশির, দেখুন আজকের রাশিফল
আজ অজ্ঞাত কোনও কারণে ভয় অনুভূত হতে পারে। যে কোনও কাজের সময় সজাগ থাকার প্রয়োজন, কিন্তু ভয়কে প্রশ্রয় দিলে তা মানসিক চাপকে ডেকে আনার সামিল হবে। এতে আত্মবিশ্বাস ব্যাহত হবে। পড়ুয়াদের পরিশ্রম অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে ত্বকের সমস্যার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য জীবনে কিছু বাড়তি শান্তি বজায় রাখতে হবে। কেননা, পরিস্থিতি খুব একটা অনুকূল নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সমস্ত পরিস্থিতিতে ধৈর্য্য অবলম্বন বজায় রাখতে হবে। কর্মস্থলে পরিস্থিতি উত্তেজনা থাকতে পারে। উচ্চ পদাধিকারী কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। তাঁর কথা না এড়িয়ে ত্রুটি সংশোধনে নজর দিতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমে সামান্য সমস্যা দেখা দিতে পারে। এজন্য তেল ঝালমশলা যুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।
আজ যোগ্যতা অনুসারে সাফল্য পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। ব্যাঙ্কের সঙ্গে যুক্তদের বেশ কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। সরকার পরিচালিত অভিযানে মুখ্য ভূমিকা নিতে হবে। আটকে থাকা অফিসিয়াল কাজ সম্পূর্ণ করার ক্ষেক্রে সাফল্য আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে পুরানো ও জটিল রোগ থেকে মুক্তি লাভ হতে পারে।সেইসঙ্গে আবহাওয়া পরিবর্তনের কারণে শ্বাসের সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে তালমিল বজায় রেখে চলতে হবে।
আজ অন্যের নেতিবাচক কথায় প্রভাবিত হতে পারেন। সামাজিক পরিস্থিতির শিকার নিজেকে হতে না দেওয়াই উচিত। অফিসে কঠিন কাজ দেখে নিরাশ হওয়ার কোনও কারণ নেই। আত্মবিশ্বাসে খামতি আসতে দেওয়া ঠিক হবে না। পড়ুয়াদের পড়াশোনায় বিশেষ সাফল্য আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অন্ত্রের সমস্যা হতে পারে। পারিবারিক বিবাদের কারনে কোনও বাধা এলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। ধৈর্য্য অবলম্বন করলেই ভালো সময় আসবে।
আজ সৎসঙ্গ অত্যন্ত আবশ্যিক। ভালো বইয়ের সাহায্য নিতে পারেন। অফিসিয়াল কাজের ক্ষেত্রে ধৈর্য্যের পরিচয় দিতে হবে, তাহলেও সাফল্য আসবে। পড়ুয়াদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনও ভুল এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবারে গুরুত্ব দিন। স্বচ্ছ্বতার দিকেও নজর দিতে হবে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। সম্পত্তি বেচাকেনার উপযুক্ত সময়।
আজ মস্তিষ্ক ঠাণ্ডা রাখবে, এতে মনে সুখ অনুভূত হতে পারে। অফিসে সুচারুভাবে কাজ করতে এটা প্রয়োজন। স্বাস্থ্যের ক্ষেত্রে সেইসব খাবার সম্পর্কে সতর্ক থাকতে হবে, যেগুলি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, যেমন ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস এবং অন্যান্য ঠাণ্ডা জিনিস। পরিবারের পরিস্থিতি সৌহার্দ্যপূর্ণ থাকবে।
আজ কোনও কাজের ভার বাড়তে পারে। সেজন্য প্রস্তুত থাকতে হবে। সামাজিক কাজকর্মে যুক্তদের আর্থিক সাহায্য করতে হতে পারে। অফিসের কাজ আজ কিছুটা শ্লথ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে কফ সংক্রান্ত সমস্যা থেকে সতর্ক থাকুন। ঠাণ্ডা-গরম এড়িয়ে চলুন। পরিবারের কারুর শরীর খারাপ হলে খেয়াল রাখুন। মহিলারা রান্নাঘরে কাজের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।
আজ আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারেন। নিজেকে প্রসন্ন অনুভব করবেন। অফিসের কাজ মন দিয়ে করুন এবং এতে কোনও ভুল করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে পাথরের সমস্যা থাকলে কিছুটা ভোগাতে পারে। জীবনসঙ্গী পড়াশোনায় আগ্রহী হলে তাঁকে সাহায্য করুন।
আজ জন্মদিন হলে ক্ষমতানুসারে অন্যকে সাহায্য করা দরকার। কোনও গরিবকে খাওয়াতে পারেন। সরকারি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তদের উন্নতির সময় চলছে। আজ কঠোর পরিশ্রম করুন। কোনও কাজকে ছোট করে দেখবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে অধিক ভোজন এড়িয়ে চলতে হবে। বাড়িতে ফায়ার সিস্টেম মজবুত রাখুন। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আজ কোনও অজানা ভয়ের কারণে ভবিষ্যত নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে। এজন্য এ নিয়ে খুব বেশি চিন্তাভাবনা এড়িয়ে চলাই দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লান্তির মতো পরিস্থিতি আসতে পারে। মা-বাবার সেবা করুন। তাঁদের আশীর্বাদ লাভজনক হবে।
আজ সমস্ত সম্পর্কে দূরত্ব কম করার ওপর নজর দিন। অফিসের কাজে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। লো প্রোফাইলে কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে। নিজের কথা আত্মবিশ্বাসের সঙ্গে সামনে রাখুন। যাঁরা অসুস্থ, তাঁদের বিশ্রাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পরিবারের লোকজনের প্রসন্নতার দিকে খেয়াল রাখতে হবে।
আজ ধর্ম-কর্মে অধিক নজর দিতে হবে। পারলে পুজোর দায়িত্ব গ্রহণ করুন। এতে ইতিবাচক উদ্যম অনুভব করবেন। গবেষণামূলক কাজে আরও মনোনিবেশ করতে হবে। তরুণরা গুরুজনদের সঙ্গে কিছুটা সময় ব্য়য় করুন। প্রতিযোগিতামূলক প্রস্তুতির ক্ষেত্রে বাবার পরামর্শ গ্রহণ লাভজনক হবে। বাড়ি থেকে বেরোনোর সময় বাবা-মা ও বাড়ির গুরুজনদের চরণ স্পর্শ করতে ভুলবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -