Daily Astrology:আজকের রাশিফল-সম্পত্তি বিবাদের আশঙ্কা কোন রাশির জাতকের, চাকরির সম্ভাবনা কার
আজ কোনওভাবেই পরিশ্রমবিমুখ হলে চলবে না। সেইসঙ্গে মনোরঞ্জনও কম করবেন না। নাহলে মানসিক চাপ বাড়তে পারে। চাকরির খোঁজ করলে প্রয়াস আরও দ্রুত করতে হবে, কারণ সময় অনুকূল চলছে।স্বাস্থ্যের ক্ষেত্রে মাথাব্যথার সমস্যা আচমকা দেখা দিতে পারে। বাড়তে গুরুজনদের সঙ্গে নিজের কথা নিয়ে জেদ পরিহার করতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ অফিসিয়াল কাজে ধৈর্য্যের কিছু অভাব থাকবে। কঠোর পরিশ্রমের পরও মনোমতো ফল লাভ নাও হতে পারে। তরুণরা স্রোতে গা ভাসানো এড়িয়ে লক্ষ্য অটল থাকার চেষ্টা করুন। মধুমেহ রোগীদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকার প্রয়োজন। পারিবারিক জীবনের সম্পর্কে মর্যাদা বজায় রাখুন। হাসিঠাট্টায় কারুর মনে আঘাত লাগলে মনোমালিন্য হতে পারে।
আজ মন শান্ত থাকবে। অন্যদিকে, গ্রহের ফেরে অন্যদের ওপর অত্যধিক ভরসা সমস্যায় ফেলতে পারে। তাই আজ অন্য ব্যক্তির ওপর অত্যধিক বিশ্বাস না করাই ভালো। নিজের ওপর ভরসা করতে হবে। অফিসে সহকর্মী বা অধীনস্তদের ওপর হঠাৎ রাগ আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ফুসফুসের সমস্যা থাকলে নজর দিতে হবে।সেজন্য ব্যয়াম অনুশীলন করলে ভালো। আজও জেদ এড়িয়ে চলুন।
আজ জ্ঞানার্জনকে গুরুত্ব দিতে হবে। কিছু পড়লে, তা এমন হতে হবে, যা থেকে কিছু শেখা যায়। অফিসে প্রয়োজনের বেশি কাউকে ভরসা আপনার পক্ষে অহিতকর হতে পারে। এজন্য নিজের কাজে মনোনিবেশ করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিডনি সংক্রান্ত রোগ থেকে সচেতন থাকতে হবে। পরিবারে আর্থিক বিষয়ে সজাগ থাকুন।অকারণ খরচ করবেন না।
আজ কঠোর পরিশ্রম করতে হবে। আজ প্রতিদ্বন্দ্বী অফিসিয়াল কাজে ব্যাঘাত ঘটাতে পারে। অফিসের কাজে দায়িত্ব বুঝে প্রসন্নতার সঙ্গে কাজ সম্পূর্ণ করতে হবে। যাদের পরীক্ষা সামনে তাদের মনে রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। কারণ, গ্রহের অনুকূল পরিস্থিতি এতে সাফল্য এনে দিতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যালকোহল সেবনে লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে।
কন্যা- আজ মন যাতে হর্ষমুখর থাকে, তার চেষ্টা করতে হবে। অহেতুক কথাবার্তা মানসিক বা শারীরিকভাবে নেওয়া উচিত নয়। অফিসের কাজে সিনিয়রদের সাহায্যের প্রয়োজন হতে পারে। গবেষণায় যুক্ত পড়ুয়াদের সাফল্যের সম্ভাবনা। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে সতর্ক হতে হবে। বন্ধুদের সঙ্গে মতভেদ হতে পারে।
আজ নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। একগুঁয়ে স্বভাব ও অহংকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হবে। রাগের বশে এমন কোনও কথা বলা যাবে না, যাতে সম্পর্ক খারাপ হয়ে যায়। পড়ুয়ারা পড়াশোনায় সমস্যা হলে বড়দের সাহায্য নিন। হরমোন সংক্রান্ত সমস্যা নিয়ে মহিলাদের সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
আজ যে কোনও বিষয়ে ধৈর্য্য অবলম্বন করতে হবে। অফিসে কাজকর্মে কিছু বাধার আশঙ্কা রয়েছে। সেজন্য সতর্ক থেকে কাজ করতে হবে। স্বাস্থ্যর দিক থেকে শারীরিক দিক থেকে কিছু অসুবিধার মুখে পড়তে হতে পারে।তাই খাওয়া-দাওয়া ও দিনচর্যা সঠিক করার দিকে মনোনিবেশ করতে হবে।
আজ কঠিন পরিস্থিতিতেও কাজ সম্পূর্ণ করে ফেলতে সক্ষম হবেন। অফিসে আজ কাজে অত্যধিক মনোনিবেশ করতে হবে। টেলিকমিউনিকেশনে কর্মরতদের টার্গেট পূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। পড়ুয়াদের পড়াশোনা বিন্দুমাত্র গাফিলতি করা যাবে না। এতে পরিণাম ভালো না হতে পারে। বাবার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। ভাই-বোনদের সঙ্গে সময় কাটান।
আজ প্রচুর কাজ থাকবে, ফলে মানসিক ক্ষেত্রে চাপ থাকতে পারে। অফিসে অন্যরা আপনার প্রতি ঈর্ষাণ্বিত হতে পারে। সেইসঙ্গে অফিসের কাজে কোনও তাড়াহুড়োয় ভুল হতে পারে। ম্যানেজমেন্টের সঙ্গে যুক্তদের ভালো সময়। স্বাস্থ্যের ক্ষেত্রে যাঁদের অপারেশন হয়েছে, বিশেষ করে তা পেটে হলে, অত্যধিক সতর্ক থাকতে হবে। পারিবারিক বিবাদে নিজেকে জড়াবেন না।
আজ মনোবল বজায় রাখুন। যে কোনও কাজে লক্ষ্য অটল থাকুন। ভালো ব্যবহারে সকলের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। অফিসে অহেতুক বিতর্কে জড়াতে পারেন। সেইসঙ্গে আলস্য কাজে বাধা হতে পারে।স্বাস্থ্যের ক্ষেত্রে পেটে সংক্রমণ বা ডিহাইড্রেশন নিয়ে সতর্ক থাকুন। সুপাচ্য খাবার খেতে হবে। দাম্পত্যজীবনে সুখ থাকবে।
আজ গুরুত্বপূর্ণ কাজে গুরুজনদের মতামত পাওয়া যেতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা অনুযায়ী, কাজ নাও হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আর্থারাইটিস রোগীরা সতর্ক থাকুন। সম্পত্তি নিয়ে বিবাদ চললে সতর্ক থাকুন। কারণ, বিবাদ বৃদ্ধির আশঙ্কা। বাড়িতে বড়দের সঙ্গে খারাপ ব্যবহার এড়িয়ে চলতে হবে। নাহলে তাঁরা অসন্তুষ্ট হতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -