Daily Astrology:আর্থিক উন্নতির সম্ভাবনা কোন রাশির জাতকের, দেখুন আজকের রাশিফল
আজ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দরকার হলে পরিবারের সদস্যের পাশে পাবেন। গান ও কলা ক্ষেত্রে যুক্তদের দিনটি শুভ। রাজনীতির সঙ্গে যুক্তরা নিজেকে সক্রিয় করার প্রয়াস করুন। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা। বড় ব্যবসায়ীদের মনোমতো লাভ নাও হতে পারে। তরুণদের কুসঙ্গ থেকে দূরে থাকতে হবে। চোখের যত্ন নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সতর্ককার অভাবে বড় লোকসানের মুখে পড়তে হতে পারে। ব্যক্তিগত বা পেশাদার-যে কোনও কাজেই নিজের সেরা দেওয়ার চেষ্টা করুন। চাকরির চেষ্টা করলে বা বিদেশি কোম্পানিতে চেষ্টা করলে আজকের দিনটি শুভ। ব্যবসায়ীদের দিনটি লাভজনক। বড় গ্রাহকদের থেকে লাভ মিলতে পারে। নেতিবাচক মানসিকতা থাকলে তরুণদের তা থেকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা সন্তানদের কাজকর্মে নজর রাখুন।
আজ আত্মবিশ্বাস আপনাকে সাফল্য এনে দেবে। চ্যালেঞ্জপূর্ণ যে কোনও পরিস্থিতির মোকাবিলা করুন, ঘাবড়াবেন না। আপনার যোগ্যতা কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলায় সাহায্য করবে। চাকরিজীবীদের কোনও কারণে পদোন্নতিতে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে তরুণরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। ডেঙ্গু-ম্যালেরিয়া থেকে সতর্ক থাকুন। ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। বাড়িতে ধর্মীয় কাজে মনে শান্তি। জীবনসঙ্গীর ওজন বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন।
আজ ভাগ্য উন্নতির কোনও সুযোগ পেতে পারেন। শরীরে অসুস্থ হওয়ায় কোনও রকম যন্ত্রণা বাড়বে। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন। ব্যবসায় কারও বাজে ব্যবহার পেতে পারেন। সম্পত্তি নিয়ে কোনও অশান্তি হতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে।
আজ সমস্ত গুরুত্বপূর্ণ কাজে পরিশ্রম করুন। সারাদিন দায়িত্বপূর্ণ থাকবে। বন্ধু,অংশীদার, আত্মীয় ও সমাজসেবার দায়িত্বও আপনার হাতে আসতে পারে। চাকরিজীবীদের উচ্চপদাধিকারীদের কাছে শেখার সুযোগ আসবে, উন্নতির পথ প্রশ্বস্ত হবে। ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে ঋণ নিতে চাইলে কাগজপত্র ঠিক রাখুন ও সুদের হার ভালো করে যাচাই করে নিন। তরুণদের আরও বিভিন্ন বিষয় শেখার প্রয়োজন। বর্তমানে ভাগ্যের ফল অনুকূল।
আজ দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। পরিশ্রম ও নিষ্ঠায় সমস্ত বাধা দূর হবে। নিজের মনের মতো কাজ না পেলেও যেটা আসছে সেটা গ্রহণ করাই ভাল। অপরের বুদ্ধিতে আজ কোনও কাজ করবেন না। আত্মীয়দের সঙ্গে পুরনো ঝঞ্ঝাট মিটে যেতে পারে। নিজের লক্ষ্যে স্থির থাকতে পারলে কর্মে উন্নতি। বাতের যন্ত্রণায় ভোগান্তি। নতুন জমি বা বাসস্থান, যান ও বিবাহ সংক্রান্ত পরিকল্পনায় সাফল্যের যোগ। খুব কাছের কারও শরীর নিয়ে চিন্তা থাকবে।
আজ ভাগ্যের সঙ্গে কর্মের সম্মিলনে আপনি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। অফিসে উচ্চপদস্থ ব্যক্তিরা আপনার কথায় সমর্থন করবেন। মহিলা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্তদের ভালো সুযোগ আসবে। বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পুঁজি ও লগ্নি বাড়িয়ে ব্যবসার সম্প্রসারণ করুন। অ্যাজমা রোগীরা সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
আজ সংকীর্ণতার কারণে উপহাসের পাত্র হতে পারে। প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক কাঠিন্যও নিয়ে আসতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যধিক চিন্তার কারণ নেই। বর্তমান পরিস্থিতিতে কাজে কোনো গাফিলতি করা উচিত নয়। কেরিয়ার শুরু করতে যাঁরা চলেছেন, তাঁদের বড় কোনও প্যাকেজের প্রলোভনে আসা ঠিক নয়। তরুণরা সময় অনর্থক নষ্ট করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ কেটে গিয়ে সম্পর্কের উন্নতি।
আজ প্রযুক্তিগত দিত থেকে নিজের দক্ষতা বৃদ্ধির প্রয়াস করুন। বর্তমানের সঙ্গে কোনওভাবে পিছিয়ে পড়লে নিজেকে আপডেট করতে হবে। বড় খরচ মানসিক চাপ বাড়াতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
আজ অনাবশ্যক খরচ আপনার ব্যয়ের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। ছোট ছোট খরচের মাধ্যমে কাজ চালানোর চেষ্টা করলে সমস্যা সময়ের সঙ্গে কেটে যাবে। আজ কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ কোনও কাজকে অতিরিক্ত সহজ ভাবে করতে সক্ষম হবেন। বাকসংযমী হতে পারলে সংসারে শান্তি থাকবে। সন্তানের চঞ্চলতা বাড়বে।
আজ এটা মনে রাখতে হবে, অন্যদের চিন্তাভাবনা আপনার অনুরুপ নাও হতে পারে। তীক্ষ্ণ বা কর্কশ বাক্য অন্যদের সামনে আপনাকে লজ্জিত করতে পারে। বিতর্কে অংশ নিলে অন্যদের কথাবার্তা মন দিয়ে শুনেই মন্তব্য করুন। কেরিয়ারে খুব তাড়াতাড়িই ওঠা-নামা দেখা দিতে পারে। আমদানি-রফতানির সঙ্গে যুক্তদের সুখবর মিলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। বাড়ি বা ফ্ল্যাট কেনার পক্ষে ভালো সময়।
আজ সম্পর্ক সক্রিয় রাখার চেষ্টা করে জীবিকার ক্ষেত্রে পরিসর বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সাহস ও উদ্যমে কোনও ঘাটতি যেন না হয়। নিজের যোগ্যতার ওপর ভরসা রাখুন। কিছু সমস্যা আসবে, কিন্তু নিজের চেষ্টায় তার সমাধান করতে পারবেন। কাজ ফেলে না রেখে সময়ের মধ্যে সম্পূর্ণ করুন। ব্যবসায়ীরা কর সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। সরকারি নিয়ম পালন করুন। তরুণরা গ্রুপ ডিসকাসন থেকে উপকৃত হবেন। পরিবারে ছোটখাটো কথাবার্তায় বচসায় জড়াবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -