Daily Astrology: চাকরি প্রাপ্তির সম্ভাবনা কোন রাশির জাতকের, মানসিক চাপ কোন রাশির- আজকের রাশিফল
আজ মনের প্রসন্নতা ক্ষুন্ন হতে দেবেন না। সময়ের সদ্ব্যবহারেও সাফল্য আসতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে মিষ্টি ব্যবহার করুন। নাহলে বিবাদের আশঙ্কা। ব্যবসায় লাভ মিলতে পারে, সেইসঙ্গে মানসম্মানও উচ্চস্তরে পৌঁছতে সফল হবেন। তরুণদের কল্পনাশক্তি বাড়বে। অ্যাসিডিটির সমস্যা থাকলে খালি পেটে থাকা চলবে না। একসঙ্গে অনেকটা খাওয়ার থেকে কিছু কিছু করে বারে বারে খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ মানসিক দিক থেকে দৃঢ় থাকতে হবে। গুরুত্বপূর্ণ সুযোগ হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে জড়িত মহিলাদের অর্থ সংক্রান্ত লাভের সম্ভাবনা। ব্যবসায় ঠিক থাকবে আর্থিক পরিস্থিতি। আটকে থাকা সম্পদ পুণরায় হাতে আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, সেই পড়ুয়াদের পড়াশোনায় আরও মনোনিবেশ করতে হবে। পারিবারিক দায়িত্বের কারণে চাপের মুখে পড়তে হতে পারে।
আজ মনে দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে। কোনও কাজে মন চাইলেও অন্তরাত্মা সাড়া নাও দিতে পারে। অফিসে সাফল্যের সঙ্গে কাজ করার পদ্ধতি রপ্ত করতে হবে। ব্যবসা ক্ষেত্রে অত্যধিক সতর্কতা বজায় রাখাই ভালো। কারণ, আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে। আর্থিক পরিস্থিতি শোধরাতে কঠোর পরিশ্রম করতে হবে। ছোট ভুলভ্রান্তিতেও লাভের অঙ্ক কমতে পারে। স্বাস্থ্যের পরিস্থিতি অনুকূল থাকবে। মহিলারা রান্নাঘরে খাবার তৈরির সময় অগ্নি সংক্রান্ত দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন।
আজ আপনার গুণের প্রশংসা হতে পারে। এতে ঈর্ষাকারীদের সংখ্যা বাড়তে পারে। কিন্তু তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। অফিসিয়াল যাত্রায় লাভ মিলবে এবং উচ্চ পদাধিকারীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের সময় খুবই ভালো। উচ্চশিক্ষায় ইচ্ছুক পড়ুয়াদের অনলাইন কোর্স ইত্যাদিতে নজর দিতে হবে। ভোগাতে পারে পেটে ব্যথার সমস্যা। ধর্মীয় অনুষ্ঠানের রূপরেখা তৈরি হতে পারে।
আজ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন। মনে আনন্দ প্রাপ্তি হবে। মনে নানা ধরনের ইতিবাচক চিন্তাভাবনা আসবে। কোনও শুভানুধ্যায়ীর কাছ থেকে অমূল্য পরামর্শ পেতে পারেন। অফিসে পরিশ্রম সাফল্যের দরজা খুলে দিতে পারে। ব্যবসায়ীদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আইনি মামলায় আর্থিক খরচ করতে হতে পারে। কোষ্ঠকাঠিন্যের রোগীদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। অধিক ফাইবার যুক্ত খাওয়ার খেতে হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন।
আজ গড়িমসির কারণে কাজকর্মের রুটিন ব্যহত হতে পারে। কর্মক্ষেত্রের উত্তেজনা ব্যক্তিগত জীবনে বয়ে আনবেন না। এতে অফিসিয়াল কাজকর্মে বাধা তৈরি হতে পারে।ঘনিষ্ঠদের সঙ্গেও গোপন কথা চালাচালি থেকে বিরত থাকতে হবে ব্যবসায়ীদের। এতে সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। অন্যের ব্যাপারে হস্তক্ষেপ থেকে বিরত থাকুন। তরুণরা সামাজিক কাজকর্মে সোৎসাহে যোগ দিন। বাবার কোনও কথা অবহেলা করবেন না। নাহলে তাঁর ক্রোধের মুখে পড়তে হতে পারে।
আজ পছন্দের কাজই করা দরকার। আজ মস্তিষ্ক খুবই সক্রিয় থাকবে এবং মনেও থাকবে উৎসাহ। অফিসিয়াল কাজকর্মে তাড়াহুড়োয় ভুলের আশঙ্কা। কোনও ভালো ও প্রতিষ্ঠিত সংস্থায় চাকরিপ্রাপ্তির সম্ভাবনা। দুধের ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। কিন্তু মনে রাখতে হবে, খুব বেশি পণ্য মজুত এড়িয়ে চলতে হবে। ভোগাতে পারে পায়ে ব্যথার সমস্যা। অতিরিক্ত ব্যথায় পা ফুলেও যেতে পারে। পরিবারের লোকজন কোনও ব্যাপারে অসম্মতি প্রকাশ করতে পারে।
আজ কিছুটা মানসিক চাপ থাকবে। এ জন্য মনোনিবেশ করতে না পারলেও কাজে লেগে থাকতে হবে। কেননা, ব্যস্ততা না থাকলে চাপ আরও বাড়তে পারে। আর্থিক লাভের জন্য পরিস্থিতি অনুকূল। বসের সঙ্গে বোঝাপড়া রেখে চলুন। তাঁর সঙ্গে কোনও বিষয়ে মতভেদ হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের প্রতিষ্ঠিত সংস্থায় কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে পরিস্থিতি কিছুটা প্রতিকূলই থাকতে পারে। সেজন্য জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন।
আজ দায়িত্বের বোঝা বাড়তে পারে। এজন্য কোনও কোনও ক্ষেত্রে মেজাজও হারাতে পারেন। কিন্তু নিজেকে সংযত রেখেই এগোতে হবে। অফিসে প্রচুর কাজ থাকবে। কোনও কাজ যাতে বকেয়া না থাকে, সেই চেষ্টা করুন। ব্যবসায়ীদের পক্ষে ছোটখাটো লগ্নির পরিস্থিতি অনুকূল। অংশীদারিত্বের ব্যবসাও লাভজনক হবে। আবহাওয়া বদলের কারণে সর্দি-কাশির সমস্যা দেখা দিতে পারে।
পেশায় মুখপাত্র হিসেবে যাঁরা কাজ করেন, তাঁদের পক্ষে আজকের দিন খুবই ভালো। নিজের কথাবার্তায় অন্যদের মন জয় করে নিতে পারবেন। আপনার যুক্তিপূর্ণ কথা প্রভাব ফেলবে। অফিসের কাজে আপনার গুরুত্ব বাড়বে। মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত থাকলে অফিসে টার্গেট পূরণের চাপ থাকবে। জমি সংক্রান্ত বিবাদ থেকে সতর্ক থাকুন।
আজ কাজের চাপ কিছুটা বেশিই থাকতে পারে। এই পরিস্থিতিতে নিজের ক্ষমতা ও পারদর্শীতা অনুযায়ী কাজ করতে হবে। সফটওয়্যার সংক্রান্ত কাজে যুক্তদের দিন সন্তোষজনক। সব্জির ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। রান্না করা খাবারের ব্যবসার সঙ্গে যুক্তদেরও লাভের সম্ভাবনা। যান চালানোর সময় গতির দিকে নজর রাখুন। আপনার কারণে অন্যের চোট পাওয়ার আশঙ্কা রয়েছে। কেরিয়ারে জীবনসঙ্গীর সাহায্য মিলবে।
যাঁদের শরীর খুব একটা ভালো যাচ্ছে না, আজ কোনওভাবে ক্রোধ এড়িয়ে চলাই ভালো। ক্রুদ্ধ হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার আরও অবনতি হতে পারে। অফিসের কাজে নতুন দিশা দেখাতে পারেন, যাতে বস আপনার প্রতি প্রসন্ন হতে পারেন। লাভ হচ্ছে বলে ব্যবসায়ীরা অত্যধিক পণ্য কিনবেন না। ভবিষ্যতে তা লোকসানের কারণ হয়ে উঠতে পারে। মহিলাদের পারিবারিক বিবাদ এড়িয়ে চলতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -