Daily Astrology: আজকের রাশিফল-আচমকা ধনপ্রাপ্তির যোগ কোন রাশির জাতকের
আজ কাজের চাপ থাকতে পারে। এজন্য প্রস্তুত থাকতে হবে।কর্মক্ষেত্রে উদ্যমের সঙ্গে কাজ করতে হবে। এতে ভবিষ্যতে সফলতাপ্রাপ্তির সম্ভাবনা। টেলিকম ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা। অন্যদিকে, ব্যবসায়ীদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার দিকে নজর দিতে হবে। কোনও ভ্রান্ত কথায় কান দেওয়া উচিত নয় তরুণদের। বাড়িতে বয়স্কদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাকসংযম বজায় রাখুন। অনাবশ্যক পরামর্শও এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তালমিল রেখে চলতে হবে। তাঁদের কথাবার্তা গুরুত্ব দিয়ে শুনতে হবে। ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে। কিন্তু এতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। স্বাস্থ্যের ক্ষেত্রে দিনচর্চায় যোগাভ্যাস সামিল করতে পারেন। দাদার সঙ্গে পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
আজ পরিবার ও নিজের সুরক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে, তা শারীরিক ও মানসিক-উভয়ই হতে পারে। অফিসের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। বড় ব্যবসায়ীদের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির দিকে নজর দিতে হবে। পড়ুয়ারা অন্য কোনও শিক্ষার জন্য অনলাইন কোর্স করতে চাইলে তার উপযুক্ত সময়। অগ্নি ও যান দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। ছোট বোনকে আর্থিক সহায়তা করতে হলে ইতস্তত না করাই উচিত। পারিবারিক বিবাদে মধ্যস্থতা করতে হতে পারে।
আজ ক্ষণিকের ক্রোধ থেকে নিরস্ত থাকতে হবে। সেইসঙ্গে সক্রিয় থাকতে হবে। অফিসের কাজের বোঝা মানসিক দিক থেকে উদ্বিগ্ন করে তুলতে পারে। বড় ব্যবসায়ীদের ধনরাশির শুদ্ধতার দিকে কড়া নজর রাখতে হবে। অনৈতিক কাজে অর্থলাভ থেকে বিরত থাকাই ভালো। না হলে আইনি জটিলতায় পড়তে হতে পারে। উঁচু জায়গায় কাজের সময় সতর্ক থাকুন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মাসের শেষ সপ্তাহের আর্থিক টানাটানি ভোগাতে পারে।
আজ সেই কাজকেই গুরুত্ব দিতে হবে, যাতে আপনার সন্তুষ্টি ও প্রসন্নতা মেলে। আচমকা ধনপ্রাপ্তির যোগও রয়েছে। চাকরিজীবী হলে টেকনিক্যাল সমস্যায় কাজ থমকে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হতে পারেন। ব্যবসায়ী সঞ্চয়ের কিছু অর্থ লগ্নির কথা ভাবতে পারেন। জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। গুরুজনদের শ্রদ্ধা ও ভক্তি করতে হবে। তাঁদের আশীর্বাদ গুরুত্বপূর্ণ।
আজ কোনও কাজ করতে ইতস্তত বোধ করা উচিত নয়। বহুজাতিক কোম্পানিতে কর্মরতদের ধৈর্য্যের সঙ্গে কাজ করতে হবে এবং আগামী দিনে পরিস্থিতি শুধরানোর সম্ভাবনা। ব্যবসায়ীরা বড় স্টক নেওয়ার আগে কোম্পানির কাগজপত্র ভালো করে পড়ে নিন। বিদ্যার্থীরা পড়াশোনা নিয়ে অনাবশ্যক চিন্তা না করে মনোনিবেশ করুন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মানসিক উত্তেজনা এড়িয়ে চলতে হবে। বাড়িতে বকেয়া কাজের তালিকা তৈরি করুন।
আজ কিছু সমস্যা আপনাকে কমজোরি করার চেষ্টা করতে পারে। কিন্তু কাজের প্রতি মনোনিবেশ করে এগোতে হবে। উদ্যমে কোনও ঘাটতি দেওয়া যাবে না। গুরুজনদের পরামর্শ পাবেন। অফিসিয়াল পলিটিক্স নিয়ে সতর্ক থাকতে হবে। এমন কোনও কাজ করা উচিত নয়, যার খারাপ ফিডব্যাক ম্যানেজমেন্টের কাছে পৌঁছয়। ভাড়ার ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। হোটেল-রেস্তোরাঁর সঙ্গে যুক্তদের মন্দার সম্নুখীন হওয়ার আশঙ্কা।
আজ লগ্নি থেকে ভালো মুনাফার সম্ভাবনা। নতুন লগ্নি নিয়েও পরিকল্পনা করতে পারেন। দিনচর্যা এলোমেলো হয়ে পড়লে তা ঠিক করার উপযুক্ত সময় আজ। কর্মক্ষেত্রের সঙ্গে সামাজিক পরিধিও বাড়াতে হবে। লোকজনদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। ব্যবসায়ীদের আর্থিক লোকসানের আশঙ্কা। এজন্য স্টক কম রাখা দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে কানে সমস্যা থাকলে সতর্ক থাকুন। মাতুললয়ের দিক থেকে কোনও খারাপ খবর আসার আশঙ্কা।
আজ গুরুত্বপূর্ণ কাজ কোনওভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। অফিসে বস মনোমতো কাজ না দিলেও ক্ষুন্ন হওয়ার কারণ নেই, বরং সময়ের চাহিদা অনুযায়ী, ধৈর্য্য বজায় রাখতে হবে। থোক ব্যবসায়ীদের কোনও বড় ডিল পাকা হওয়ার সম্ভাবনা। এতে ভালো লাভ হতে পারে। পেশীর ব্যথার মতো সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নিন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের আশঙ্কা। এ জন্য কথাবার্তার সময় কঠোর বাক্য প্রয়োগ করবেন না।
আজ আলস্য ও কাজ ফেলে রাখা থেকে বিরত থাকতে হবে। অফিসের কাজকর্ম নিয়ে মানসিক উত্তেজনা থাকতে পারে। এজন্য উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কাজে মনোনিবেশ করুন। দিনের শেষে পরিস্থিতি শুধরানোর সম্ভাবনা। কাপড়ের ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে,নাহলে আর্থিক লোকসানের আশঙ্কা। ফুটওয়ার ব্যবসার সঙ্গে যুক্তদের লাভের সম্ভাবনা। স্বাস্থ্যের ক্ষেত্রে কোলেরেস্টলের সমস্যা থাকলে খাওয়া দাওয়া সম্পর্ক সতর্ক থাকুন।
প্রসন্নতার সঙ্গে আজকের দিন শুরু করুন। যে কাজই করুন, তাতে কোনও রকম গাফিলতি এড়িয়ে চলতে হবে। অফিসের কাজে গুণমানের ওপর গুরুত্ব দিন। ব্যবসার সঙ্গে যুক্তদের বর্তমান সময়ে ধৈর্য্য ও কঠোর পরিশ্রমে ব্যবসাকে আবার সুচারু রূপে চালানোর ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। বিদ্যার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করুন। বাড়ির বাইরে খাবার এড়িয়ে চলুন।
আজকের দিনে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সময় অনুসারে, কাজ সঠিক নিয়মে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। জীবিকার ক্ষেত্রে কখনও আনন্দ আবার কখনও কাজ না করার ইচ্ছে হতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনের অনুভূতি আসতে পারে। গহণার ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ত্বকের অ্যালার্জির সমস্যা থাকলে বিউটি প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করে নিন। তাজা ফলের জুস পান স্বাস্থ্যের পক্ষে উপকারী। পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথাবার্তা বলুন। এতে মন ও সম্পর্কে প্রসন্নতা বজায় থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -