Daily Astrology: কুম্ভের অর্থ ব্যয়, মকরের সংসারে অশান্তি, দেখে নিন আজকের রাশিফল
মনের ইচ্ছা পূরণে আনন্দ। আভিনেতাদের খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে ছোট কারওর জন্য দুশ্চিন্তা। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চঞ্চল থাকবে। কারওর কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন।
সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন।
অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।বাড়িতে মানসিক চাপ বহন করতে হতে পারে। খেলাধূলায় নাম করার সুযোগ আসতে পারে।
দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চতর বিদ্যার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে।
দরকারি কাজ তাড়াতাড়ি মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।
অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ সারা দিন আপনার আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে। কোনও কারণে অযথা হয়রানি হতে পারে।
সংসারে শান্তি বজায় থাকবে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে। গৃহ নির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে। আজ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে।
আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি লাগতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিকে থেকে বাধা কেটে যাবে।
কিছু কেনা-বেচার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর খাটুনির জন্য শারীরিক দুর্বলতা থাকবে। হাড়ের বা দাঁতের কোনও সমস্যা বাড়তে পারে।অভিভাবকদের পরামর্শ আজ আপনার কাজে লাগবে।
আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -