Daily Horoscope 20 April 2022: ক্রোধ সংবরণ করতে শিখুন, অন্যথায় বড় ক্ষতি হয়ে যেতে পারে, কোন রাশির জাতকের কী করণীয়, জেনে নিন
বুদ্ধি খাটিয়ে কাজ হাসিল করুন। পুরনো কাজের জায়গায় থেকে মিলবে সুবিধা।চাকরি বদলানোর পরিকল্পনা থাকলে ভাবনা-চিন্তা শুরু করুন।লোহার ব্যবসায় লাভ। পিঠের যন্ত্রণা ভোগাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাফল্য পেতে হলে কঠিন তপস্যা করতে হবে। একসঙ্গে মিলেমিশে কাজেই লাভবান হবেন। কাজের জায়গায় কারও সঙ্গে ঝামেলায় না জড়ানোই ভাল।রাজনীতি থেকে দূরে থাকুন।
একান্ত প্রয়োজন না পড়লে আজ দূরে কোথাও যাত্রা না করাই ভাল। কাজের চাপ বাড়বে। ব্যবসা থাকলে ধৈর্য রাখা জরুরি। সর্দি-কাশি ভোগাতে পারে।
ক্রোধ আপনার ক্ষতি করতে পারে। হাসিমুখে পরিস্থিতি সামাল দিন। ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হলে সময় ভাল। ব্যবসার জন্য ঋণের প্রয়োজন থাকলে দেরি না করাই ভাল।
অল্পবয়সিরা কাছের লোকজনের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। তাতে আপনারই কার্যসিদ্ধি হবে। কাজের জায়গায় হিসেবপত্র ঠিক রাখুন। ব্যবসার হাল ফিরবে। পেট খালি রাখবেন না।
গাড়ি কেনাবেচায় মুনাফা। লক্ষ্যে পৌঁছনো নিয়ে দুশ্চিন্তা করবেন না। কাজ করে যান। ব্যবসায় রদবদলে কোনও লাভ হবে না। বরং যা আছে, তার প্রচারে জোর দিন। চোখের সমস্যা ভোগাবে।
কাজ উপভোগ করুন। অলসতা বিপদ ডেকে ানতে পারে। কাজের জায়গায় ঊর্ধ্বতনের নির্দেশ মেনে চলুন। সুযোগের সদ্ব্যবহার করতে শিখুন।
অন্যকে হেয় না করাই ভাল। জুনিয়রদের সঙ্গে ভাল ব্যবহার করুন। উচ্চ রক্তচাপ থাকলে সমস্যা বাড়বে। অপ্রয়োজনে দৌড়াদৌড়ি করবেন না।
বিনা কারণে দুশ্চিন্তা করবেন না। এতে নেতিবাচক চিন্তা ভিড় করবে মাথায়। কাজের জায়গায় চাপ বাড়বে। বাড়তি সময়ও দিতে হতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
ইতিবাচক চিন্তা করুন। কাজে অনুপ্রেরণা পাবেন। নতুন কোনও প্রজেক্ট পেতে পারেন। ওষুধের ব্যবসায় পরিস্থিতি অনুকুল। পারিবারিক সমস্যার ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না।
খরচে রাশ টানুন। কাজের জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে চাপতে পারে। ব্যবসার ক্ষেত্রে ধার না দেওয়াই ভাল। কোমর এবং পিঠের ব্যথা ভোগাতে পারে।
পণ্য কেনাবেচার জন্য আদর্শ দিন। ব্যাঙ্ক এবং ব্যবসার সঙ্গে যুক্ত হলে দিন ভাল। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন প্রজেক্ট পাবেন। নিজে গাড়ি চালালে সতর্ক হোন আরও। বার বার কারও কথা মনে পড়লে, আজ তিনি আপনার সামনে হাজির হতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -