Ajker Rashifal: বুধে কোন রাশির ভাগ্যে চমক? ব্যবসা থেকে চাকরি লক্ষ্মীলাভ কার?
কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসন্তানের বিদ্যা বা কর্ম বিষয়ে কোনও সুখবর পেতে পারেন। খেলাধূলা ও বিদ্যাক্ষেত্রে শুভফল লাভ।
মানসিক অসুখ বাড়তে পারে। কর্ম একপ্রকার হবে। চলাফেরায় সতর্ক হোন। ব্যয় বাড়বে।
প্রিয় বন্ধুর আচরণে মনঃকষ্ট। পারিবারিক ক্ষেত্রে ক্রমোন্নতি। ব্যবসা ও পেশায় অগ্রগতি।
ব্যবসায় আগের থেকে কিছুটা বেশি শুভফল প্রাপ্তি। কর্মের বাড়তি দায়িত্ব পেতে পারেন। আয় বাড়বে।
আকস্মিক কোনও বিষয়ে নিয়ে চিন্তা বাড়বে। কর্ম পরিবর্তন হতে পারে। রোগের বৃদ্ধি।
কাজকর্মে শুরুর দিকে একটু বাধা আসতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতি। মনে বিক্ষিপ্তভাব।
প্রিয়জনের অবজ্ঞাপূর্ণ আচরণে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। ভ্রমণ যোগ আছে।
ব্যবসায়িক বা আইনি কর্মে বাধা আসতে পারে। স্বাস্থ্য একপ্রকার শুভ। কর্মে স্বীকৃতি লাভ।
প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও সুনাম। ব্যবসায়িক ক্ষেত্রে বাধা ও শত্রু বৃদ্ধির যোগ।
দাম্পত্য ক্ষেত্রে অশান্তি মনোকষ্টের যোগ। কর্মসূত্রে সানান্তর গমণে সাফল্য। অপ্রয়োজনীয় খরচ বাড়বে।
কর্মোন্নতি, সাফল্য ও সম্মান লাভ। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। অর্থকড়ি আয় ভালো হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -