Horoscope 22 March 2022 : সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাড়তে হবে আবেগপ্রবণ হওয়ার অভ্যাস, কোন রাশির জাতকের জেনে নিন
আবেগপ্রবণ হয়ে নয়, মাথা খাটিয়ে সিদ্ধান্ত নিন। ওয়র্ক ফ্রম হোম করলে খেয়াল রাখুন ভুলচুক যেন না হয়। চোখ এবং ত্বকের সমস্যা ভোগাতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোক দেখানো কিছু না করাই ভাল। তাতে আর্থিক ক্ষতির সম্ভাবনা। ঘরে-বাইরে মহিলাদের সঙ্গে আচরণ হোক সংযত।
মনে ফূর্তি থাকবে। নেশা বা আসক্তি ত্যাগের পরিকল্পনা থাকলে, আজই পদক্ষেপ করুন। দুধের ব্যবসায় লাভের যোগ।
পুরনো বিনিয়োগ থেকে লাভের যোগ। শেয়ার বাজারে বিনিয়োগ থাকলে, মুনাফা হতে পারে। লাভের টাকা বুঝেশুনে বিনিয়োগ করুন. নইলে আর্থিক ক্ষতির সম্ভাবনা।
সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি দূর হোক। পরিবারকে সময় দিন। নিরুৎসাহিত করেন, এমন লোকজনের থেকে দূরে থাকুন।
পরিস্থিতি প্রতিকূল হলে তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না। কাজের জায়গায় সমস্যা হলেও, ব্যক্তিগত জীবনে তার প্রভাব না পড়তে দেওয়াই শ্রেয়। কাজে মনোযোগ বজায় রাখুন।
বিলাসিতার দিকে ঝুঁকতে পারেন। তাই বলে ঋণের বোঝা ঘাড়ে নেবেন না। কাজের জায়গায় দুশ্চিন্তা কাটবে।
ইতিবাচক এবং নেতিবাচক, দুই ধরনের ভাবনারই উদয় হবে মনে। তবে আজ যদি বুঝেশুনে পদক্ষেপ করতে পারেন, তার সুফল মিলবে ভবিষ্যতে। ভুল ঢাকতে মিথ্যে বললে আরও বড় সমস্যায় পড়বেন।
আজ ভাগ্য সহায় থাকবে। কামনা পূরণ হবে। কাজের জায়গায় চাপ থাকবে। মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে সাফল্য আসবে।
সময় প্রতিকূল হতে পারে। কাজের চাপে অবসাদগ্রস্ত না হয়ে পড়ে, কাজ উপভোগ করতে শুরু করুন। সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে দৌড়ঝাঁপ করতে হবে।
মনে আনন্দ থাকবে। কারও সঙ্গে ঝগড়া, মন কষাকষি থাকলে মিটিয়ে নিন। শিক্ষাক্ষেত্রে যুক্তদের কাজের বোঝা বাড়বে। পড়াশোনায় মনোযোগ বাড়বে।
অল্পেই মনে আঘাত পাওয়ার অভ্যাস ছাড়ুন। অন্যের সমালোচনায় কান দেবেন না। সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -