Horoscope December 14: দেখে নিন কেমন যাবে আপনার দিন
1/12
প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন, সতর্ক থাকুন। নজর রাখুন নতুন কাজের সুযোগ। শরীরের প্রতি নজর দিন। ভোগাতে পারে অ্যালার্জি।
2/12
কর্মক্ষেত্রে অসুভ যোগ। কটূ কথা শুনলেও মাথা ঠান্ডা রেখে নিজের কাজে মন দিন। যোগ, ধ্যান মানসিকভাবে স্বস্তি দিতে পারে। বাচ্চাদের সঙ্গে সময় কাটান।
3/12
অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে দিন। ভাগ্য আপনার সঙ্গেই রয়েছে, শুধু সতর্ক থাকতে হবে নিজের প্রচেষ্টা নিয়ে। পিঠের ব্যথা, ফুসফুসের সমস্যা ভোগাতে পারে।
4/12
নিজের উপর আস্থা রাখুন। কাছের লোকেদের ব্যবহার বিরক্তি বাড়াতে পারে। কলা বিভাগে যুক্ত শিক্ষার্থীদের শুভ দিন। সতর্ক থাকুন কথাবার্তা বলার ক্ষেত্রে।
5/12
কাজের উন্নতি বা নতুন কাজের খোঁজ করলে বাড়াতে হবে প্রচেষ্টা। শরীর নিয়ে সতর্ক থাকুন। ভোগাতে পারে ইনফেকশনের সমস্যা।
6/12
শুভ দিন। পরিবারকে সময় দিন। বাড়তি কাজের চাপে ক্লান্তির ভোগাবে। খেলাধুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের এগিয়ে যাওয়ার যোগ। শরীর নিয়ে সতর্ক থাকুন।
7/12
থমকে থাকা কাজ শেষ করার দিকে এগোতে পারেন। তবে একটু ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়াই শ্রেয়। ভোগাতে পারে শরীর।
8/12
আত্মবিশ্বাসের সঙ্গে সময়ের মধ্যে কাজ শেষ করার দিকে নজর দিন। চাপ বাড়বে কর্মক্ষেত্রে, তবে তা নিয়ে অযথা চিন্তিত হওয়ার কারণ নেই। বাড়তি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
9/12
চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। সেলসের কাজে যুক্ত ব্যক্তিদের শুভ দিন। সতর্ক থাকুন লিভারজনিত সমস্যা থাকলে।
10/12
সাফল্য পেতে বাড়তি দায়িত্ব নেওয়া দরকার। গুরুজনদের বিশেষ করে মহিলাদের সম্মান দেখান। বিবাদ এড়িয়ে চলাই ভালো। সতর্ক থাকুন আগুনের সামনে কাজের ক্ষেত্রে।
11/12
ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে দিন। কাজের স্বীকৃতি পাওয়ার যোগ। শিক্ষার্থীদের জন্য শুভ দিন।
12/12
শুভ দিন। চাকরিক্ষেত্র, ব্যবসায় এগিয়ে যেতে প্রয়োজন একটু বাড়তি উদ্যম। ভোগাতে পারে পেশির সমস্যা।
Published at :