Weekly Horoscope: এ সপ্তাহ কেমন যেতে পারে?
এ সপ্তাহে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। ঋণ না নেওয়াই ভাল। আর্থিক বোঝা যাতে না বাড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এমনকী, নতুন কোনও বিনিয়োগের কথা ভাবলে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা জরুরি। না হলে আর্থিক ক্ষতি হতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা রয়েছে। কর্মস্থলে পদোন্নতি ও বেতন বৃদ্ধির আশাও রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ সপ্তাহে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ পেতে পারেন। সংবাদমাধ্যম বা বিনোদন জগতে যাঁরা কর্মরত, তাঁদের জন্য এই সপ্তাহ খুব ভাল যাওয়ার আশা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও সময়টা ভাল। ব্যবসার প্রয়োজনে বাইরে কোথাও যেতে হতে পারে। নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি বেশ ভাল যাওয়ার আশা রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সপ্তাহের মাঝামাঝি সময়ে ভাল সুযোগ পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে বচসা হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা মিটে যাবে।
এ সপ্তাহটা সবদিক থেকেই ভাল যাওয়ার আশা রয়েছে। পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। পরিবারে কারও সঙ্গে সমস্যা তৈরি হলে সেটা মিটে যাওয়ার আশা রয়েছে। নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের তর্কে না জড়ানোই ভাল।
যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা এ সপ্তাহে প্রত্যাশিত চাকরি পেতে পারেন। যাঁরা চাকরি করছেন, তাঁদের পদোন্নতির আশা রয়েছে। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য অবশ্য সময়টা খুব একটা ভাল না। সপ্তাহের শেষদিকে আর্থিক সমস্যা হতে পারে। তাই খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন।
আর্থিক দিক থেকে এ সপ্তাহ বেশ ভাল যাবে। টাকা জমাতে পারবেন, পরিবারের লোকজনের কাছ থেকেও আর্থিক সাহায্য পাবেন। ব্যবসায়ীদের পরিকল্পনা বা কর্মপদ্ধতিতে বদল আনতে হবে, তাহলে লাভবান হবেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে বচসা হতে পারে। কোমর ও পায়ে কোনও সমস্যা হলে অবহেলা করবেন না।
এ সপ্তাহে উল্লেখযোগ্য কোনও কাজ করতে পারেন। আর্থিকভাবে লাভবান হওয়ার আশা রয়েছে। পড়ুয়াদের পড়োশানার দিকে বাড়তি মনযোগ দিতে হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। পরস্পরকে সময় দিলে ভাল হয়। শরীরের উপরদিকের কোনও অংশে চোট পাওয়ার আশঙ্কা রয়েছে।
এ সপ্তাহে অর্থ রোজগারের জন্য বাড়তি পরিশ্রম করতে হতে পারে। তবে অর্থ রোজগার করার জন্য কোনও অনৈতিক পন্থা অবলম্বন করবেন না। সেক্ষেত্রে আরও সমস্যায় পড়ে যাবেন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। পরিবারে কোনও সমস্যা হতে পারে।
এ সপ্তাহে কর্মস্থলে ভাল কাজের স্বীকৃতি পেতে পারেন। অপ্রয়োজনীয় অর্থ খরচ হতে পারে। ব্যবসায়ীদের লাভ হওয়ার আশা রয়েছে। পরিবারে কোনও সমস্যা তৈরি হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
এ সপ্তাহ খুব ভাল যাওয়ার আশা রয়েছে। ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা করতে পারেন। কর্মস্থলে অপ্রত্যাশিতভাবে পদোন্নতি হতে পারে। আদালতে যদি কোনও মামলা চলে, তাহলে সদর্থক রায় আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবারে কোনও সমস্যা তৈরি হতে পারে। কিডনিতে সামান্য সমস্যা হতে পারে।
যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য তো বটেই, ব্যবসায়ীদের জন্যও এ সপ্তাহটা খুব ভাল যাওয়ার আশা রয়েছে। নতুন গাড়ি কেনার পরিকল্পনাও করতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। ভাই-বোনের সঙ্গে সামান্য কোনও বিষয় নিয়ে বচসা হতে পারে।
যাঁরা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁরা এই সপ্তাহে উন্নতির সুযোগ পাবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের সতর্ক থাকা প্রয়োজন। কাজ ছাড়া অন্য কোনও দিকে নজর দেওয়া উচিত নয়। সন্তানের আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -