Daily Horoscope 16 August : মঙ্গলে কোন রাশির শুধুই মঙ্গল ? অমঙ্গলের মেঘ কোন রাশির জাতকের

Astrological prediction for August 16, 2022 : কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।

মঙ্গলে কোন রাশির শুধুই মঙ্গল ? অমঙ্গলের মেঘ কোন রাশির জাতকের

1/12
ব্যবসায় নিরাপদ রিটার্ন আসবে এমন জায়গায় বিনিয়োগ করবেন মেষ রাশির জাতকরা। তবে দিনের শুরুতে কিছুটা অনিশ্চয়তার মধ্যে কাটতে পারে। প্রিয় জনের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।
2/12
আপনার আত্মবিশ্বাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করতে পারে। বাড়ির লোকেদের থেকে সাহায্য পেতে পারেন।
3/12
একঘেয়েমি ঘিরে ধরতে পারে থেকে থেকেই। আশপাশে কিছু নেতিবাচক ঘটনা পর পর পর ঘটতে দেখতে পারেন। তবে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না।
4/12
স্বামী বা স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারেন। পারিবারিক শান্তি বাড়বে। কোনও আইনগত সমস্যায় ভাল খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হতে পারেন।
5/12
যে কোনও ধরনের জ্ঞান অর্জনের জন্যও সুবর্ণ সুযোগ থাকছে। অহংকার, মেজাজ ও ঔদ্বত্য নিয়ন্ত্রণ করতে পারবেন আরও ভাল ভাবে।
6/12
কর্মক্ষেত্রে কিছু অসন্তোষ কাজ করতে পারে। ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে বার বার। মুড সুইং হতে পারে।
7/12
কাজ ও দায়িত্ব দুটোই একসঙ্গে উপভোগ করতে পারবেন। তবে কিছুটা উদ্বেগ থাকবে। অদরকারি জিনিস কিনে অপচয় করবেন না। সঞ্চয়ে কোপ পড়তে পারে।
8/12
বাকপটুতার সাহায্যে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। কাজে এনার্জি ফেরত পাবেন যা কিনা আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে।
9/12
পরিবার, বাড়ি ও শিশুদের নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারেন। সন্তানের লেখাপড়ার ব্যাপারে সুখবর শোনার যোগ রয়েছে। তবে মুড সুইং ভোগাবে। কিছু পরিকল্পনা পিছোতে পারে।
10/12
কিছু বিষয়ে ভুল করেছেন বলেও মনে হতে পারে। নিয়ন্ত্রণহীন ড্রাইভিং করবেন না। খানিকটা আনন্দের যোগও রয়েছে।
11/12
মায়ের শরীর নিয়ে যদি চিন্তায় থাকেন, সে চিন্তা কেটে যেতে পারে। আশপাশের মানুষ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মানসিক ভাবে অনেক বেশি শান্ত ও চাঙ্গা মনে হবে। অল্প চেষ্টায় সাফল্য আসতে পারে।
12/12
কাজের জায়গায় ব্যস্ত থাকবেন। মায়ের শরীর নিয়ে যদি চিন্তায় থাকেন, সে চিন্তা কেটে যেতে পারে। আশপাশের মানুষ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
Sponsored Links by Taboola