Horoscope Today: খরচে লাগাম দিন ধনুরা, পুরনো সমস্যা ভোগাবে মীনদের, কী বলছে রাশিফল?
নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। ঝুঁকি নিলে আর্থিক লাভ মিলতে পারে। আপনার খুশির জন্য আপনার সঙ্গী বা পরিবারের কেউ কয়েক কদম বেশি যেতে পারে। ঘরোয়া বিবাদ সামলে চলুন। আজ সামাজিক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যস্ততা থাকলেও আপনার শরীর তা সইতে পারবে। তবুও নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন। এদিন কোনও কারণে আর্থিক টানাপড়েন হতে পারে। যদিও নিজের অভিজ্ঞতা দিয়ে সেই সমস্যা এড়াতে পারবেন আপনি। যে কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
অন্যদের সাফল্য উদযাপন করুন। কারও ভাল কাজে প্রশংসা করুন। পরিবারে কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্য খরচ বাড়বে। সন্তানের সঙ্গে সময় কাটান, তাদের ঠিকমতো বেড়ে ওঠার জন্য সেটা জরুরি। পুরনো বন্ধুর সৎঙ্গে দেখা করতে পারেন। অবসর সময় নিজের জন্য ব্যয় করুন।
কোনও কাজ নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কথা বলে সমস্যা মিটিয়ে নিন। সঞ্চয় ঠিকমতো থাকলে প্রয়োজনে কাজে লাগবে, তাই গোড়া থেকেই সঞ্চয়ে মন দিন। ঘনিষ্ঠ কারও কোনও কথা আপনাকে কষ্ট দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে।
বন্ধুদের মাধ্যমে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। আপনার উপর যার গভীর প্রভাব পড়বে। হঠাৎ করে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে, তার জন্য একটু চাপে থাকতে পারেন। সময় বের করে কোনও আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যার কারণ এদিন আপনি জানতে পারবেন।
যতই সমস্যা হোক, মনের জোরে সব বাধা কাটিয়ে উঠবেন। ইতিবাচক মনোভাব রাখলেই বাধা কাটাতে সুবিধা হবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। কোনওরকম বিতর্কিত বিষয় নিয়ে ঘনিষ্ঠ কারও সঙ্গে আলোচনা করবেন না।
নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আর্থিক দিকেও খেয়াল রাখবেন। অকারণে অতিরিক্ত খরচ করবেন না। সঞ্চয় বৃদ্ধির জন্য বিনিয়োগ করতে পারেন, তার জন্য আগে পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। কোনও লক্ষ্য থাকলে, তা পূরণ করার জন্য অল্প অল্প করে ভিত তৈরি করুন।
স্বাস্থ্যের দিকে নজর দিন, শরীরচর্চা শুরু করতে হবে। ঘনিষ্ঠ কারও সঙ্গে নানা বিষয়ে মতান্তর হতে পারে। যা থেকে আইনি বিবাদ শুরু হতে পারে। সেদিকে খেয়াল রাখুন। ঘরের পরিবেশ ঠিক থাকবে, বাড়ির সদস্যরা হাসিখুশি থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজের পদ্ধতি নিয়ে বেশকিছু সহকর্মী খুশি হবেন না, তবে তা নিয়ে খোলাখুলি আলোচনাও তাঁরা করবেন না।
এদিন নিজেকে সময় দিন। অবসর সময় বের করে নিজের পছন্দের কাজ করতে পারেন। আজ বিনিয়োগ নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন নেই। তবে নিজের খরচে লাগাম দিন। কারও সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে। কর্মক্ষেত্রে যাকে আপনি শত্রু ভাবতেন, তিনি আদতে আপনার বন্ধু। এমন প্রমাণ পেতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।
আপনার প্রতি কেউ আকৃষ্ট হতে পারেন। আপনার ব্যবহারই তাঁদের আকৃষ্ট করবে। যদি কোনও জমি থেকে থাকে, তা থেকে বিপুল লাভ মিলতে পারে আপনার। বাড়ির ছোট সদস্যের দিকে খেয়াল রাখুন। তাদের সঙ্গে সময় কাটান। সঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তা মিটিয়ে নিতে হবে আপনাকেই। মদ্যপান থেকে দূরে থাকুন।
ঝোঁকের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না। কোথাও বিনিয়োগের আগে সবদিক ভেবে সিদ্ধান্ত নিন। প্রেমের সম্পর্কে জোয়ার আসবে। কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে। তবে সেগুলো সহজেই সামলে উঠতে পারবেন। কাজের ফাঁকে সময় বের করে সঙ্গীকে সময় দিন। দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে।
কোনও পুরনো সমস্যা ফিরে আসতে পারে। তাতে মানসিক চাপ বাড়তে পারে। হঠাৎ করেই কোনও জায়গা থেকে হাতে অর্থ আসতে পারে। সম্পর্কের দিকে খেয়াল রাখুন। কোথাও ঘোরার সুযোগ আসতে পারে। পদোন্নতি থমকে যাওয়ায় ক্ষোভ হলেও তা আপাতত প্রকাশ করবেন না। আপনাকে খুশি করার চেষ্টা করবে আপনার সঙ্গী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -