Horoscope Today: আইনি জটিলতায় ব্যস্ততা কাদের? বেহিসেবি খরচে নজর দেবেন কারা?
এখন যেভাবে চলছেন, সেই পন্থা পাল্টানোর কথা ভাবতে হতে পারে। সেই পদ্ধতি নিয়ে ভাবতে হতে পারে। এদিন কোনও চমক আপনার জন্য অপেক্ষা করছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন আগে থেকে পরিকল্পনা করলে মসৃণ ভাবে কাটবে দিনটি। অন্যের উপর ভরসা করা কঠিন হতে পারে। কর্মক্ষেত্রে টিমের সঙ্গে মতের লেনদেন নিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করতে পারেন।
ধীরে ধীরে কাজ করলেও, শেষপর্যন্ত নিজের মতের গুরুত্ব বোঝাতে পারবেন। আজ বেশ কিছু প্রয়োজনীয় বিষয় সামনে আসবে। কাজের জায়গার পরিবর্তন হতে পারে।
নিজের পুরনো অভ্যাস বদলানোর কথা মনে হতে পারে। ব্যক্তিগত পরিসরে কিছু কিছু ক্ষেত্রে মতের অমিল হতে পারে, ফলে সাময়িক সমস্যার মুখোমুখি হবেন। কোনও কোনও সময়ে উল্টোদিকের মানুষের মতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এদিন আর্থিক চিন্তাভাবনা অগ্রাধিকার পাবে। বেহিসেবি খরচে সামাল দেওয়া প্রয়োজন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
এদিন কোনও কারণে মানসিক ভাবে অস্থির হতে পারেন। কোনও কিছুতে মন নাও বসতে পারে। কিছ সময়ের জন্য বিশ্রাম নিন। স্বাস্থ্যকর রুটিনের দিকে মনোযোগ দিন।
ব্যবসা থাকলে আইনি কোনও কাজ থাকতে পারে এদিন। আগে থেকে জমে থাকা আইনি পদক্ষেপ সেরে ফেলুন। যা যা ব্যবসায়িক পদক্ষেপ নিচ্ছেন, তার দিকে গভীর মনোযোগ দিন। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে।
টানা কাজের চাপ রয়েছে, এখন সামান্য দিনের জন্য বিরতি প্রয়োজন। তথ্য বা কোনও খবর পেতে কেউ আপনার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে পারে।
দিনের শুরুটা ধীরে হলেও পরে তাল ঠিক হয়ে যাবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই দিনটা ভাল। ব্যাঙ্কিং সেক্টরে থাকলে এদিন কাজের চাপ থাকবে।
পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে পারে। আজ আলস্যভাব গ্রাস করতে পারে।
যে কাজের জন্য অপেক্ষা করে রয়েছেন, তা আরও দেরি হতে পারে। কোনও প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য টানা চেষ্টা করে যেতে হবে।
এদিন সকাল থেকে আলস্য ভাবের জন্য কাজের দেরি হতে পরে। বিকেলের দিক থেকে পরিস্থিতি পাল্টে যাবে। নিজের মূল ছন্দে ফেরার চেষ্টা করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -