Vastu Tips:জানেন কি এই সহজ বাস্তু টিপসেই শান্তি ফিরবে বাড়িতে?
উদয়াস্ত পরিশ্রমের পর বাড়ি ফিরেও যদি একটু স্বস্তি না মেলে, যদি অসুস্থতা বা অশান্তি বা অন্য কোনও সমস্যা প্রায়ই বিব্রত করতে থাকে, তা হলে জীবন ভারাক্রান্ত হয়ে পড়তে একরকম বাধ্য। এসব ক্ষেত্রে বাস্তুর সমস্যা বড় কারণ হতে পারে। তবে সমাধানও রয়েছে। শুধু কয়েকটি সহজ নিয়ম, নিষ্ঠা ভরে মানলেই মিলতে পারে ফল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়ির প্রধান ফটকের সামনে একটি শমী গাছ পুঁতে, প্রত্যেক শনিবার তার সামনে তেলে প্রদীপ জ্বালিয়ে দেখতে পারেন। শনির দোষে বাড়িতে কোনও সমস্যা হলে এই উপায়ে তা অনেকটাই কাটতে পারে বলে বিশ্বাস বাস্তু বিশেষজ্ঞদের।
বাড়িতে কোনও ঘড়ি বিকল হয়ে গিয়েছে? তা হলে সেটি দ্রুত সরিয়ে ফেলা দরকার। না হলে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়তে পারে। তা ছাড়া ঘড়ি কোথায় রাখবেন সে ব্যাপারেও সচেতন থাকতে পারলে ভাল। হয় উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখলে তা ইতিবাচক শক্তি নিয়ে আসে।
বাড়িতে তুলসি গাছ রয়েছে? থাকলে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার পুজো করে দেখুন। এতে বৃহস্পতি তুষ্ট হয়। বাড়িতে সমৃদ্ধি, আনন্দ এবং প্রতিপত্ত আসার পথ সুগম হতে পারে।
ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে রাখবেন না। রাহুর সঙ্গে যে নেতিবাচক শক্তি এবং বাধা সংযুক্ত, এই ধরনের গাছ সাধারণ ভাবে সে সবের প্রতীক। ভাগ্য ফেরাতে হলে বাড়ি থেকে এই ধরনের গাছ দ্রুত সরিয়ে ফেলা দরকার। (ছবি:PIXABAY)
ফেলে দেওয়ার মতো জিনিস বাড়ির উত্তর-পূর্ব দিকে কখনওই ডাঁই করে রাখা যাবে না। এই দিকটি গুরুর দিশা বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞরা। এখানে এই ধরনের জঞ্জাল রাখলে বাড়িতে অশান্তি বাড়তে পারে। (ছবি:PIXABAY)
মূল ফটকের সামনে একটি Horseshoe রাখতে পারলে ভাল। এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়, শুভ শক্তি আকৃষ্ট হয়। (ছবি:PIXABAY)
বিশেষত, যাঁদের শনির সাড়ে সাতি চলছে, তাঁদের ক্ষেত্রে এই কৌশল অত্যন্ত কার্যকরী হতে পারে বলে পরামর্শ বাস্তু-বিশেষজ্ঞদের। তা ছাড়া, কখনও কোনও ঘড়ি দরজার উপর টাঙাতে বারণ করা হয়। এতে সৌভাগ্যের পথে বাধার আশঙ্কা থাকে।
তবে একটি বিষয় মাথা রাখা দরকার। সকলের ক্ষেত্রেই যে এই কৌশল একই রকম ভাবে কাজ করবে, তা নাও হতে পারে। তাই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে এগোনোই ভাল। (ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -