Love Horoscope 2023: মন ভাঙবে কাদের? কারা পাবেন বিয়ের প্রস্তাব? নতুন বছরে কোন খাতে বইবে সম্পর্ক?
প্রেম-সম্পর্কের দিক থেকে মেষ রাশির জাতকদের জন্য় আগামী বছর খুবই ভাল কাটতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে পছন্দের কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। সেখানে খুব ভাল সময় কাটাতে পারেন। এর ফলে সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হবে। এক-অপরকে আরও ভাল করে বুঝতে পারবেন। ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় ভালবাসাও বৃদ্ধি পাবে। সন্তানের বিষয়ে ভাল খবর মিলবে। আপনি যদি বিবাহিত হন, তাহলে এই বছরে ওঠা-নামা দেখতে পারেন। যাঁরা কোনও সম্পর্কে রয়েছেন তাঁদের জন্য এই বছরটি বেশ ভাল কাটবে। সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে সম্মান করা, বোঝার চেষ্টা করার মতো বিষয়গুলি দেখা যাবে। একে-অপরের সঙ্গ খুব ভাল করে উপভোগ করবেন। কোনও প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত এগিয় যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী বছরে প্রেমের সম্পর্ককে আপনি খুব গুরুত্ব দিয়ে দেখবেন। যাঁকে ভালবাসেন তাঁকে নিয়ে একাধিক স্বপ্ন দেখতে পারেন। নানা ভাল ভাল পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে, সেগুলো করতেও পারবেন। আগামী বছরে নানা সুযোগ মিলবে আপনার। যাঁকে দীর্ঘদিন ধরেই পছন্দ, বছরের প্রথমেই তাঁকে মনের কথাটা বলে দিন। আপনার প্রস্তাব সহজেই গ্রহণ করতে পারেন পছন্দের মানুষটি। সেক্ষেত্রে বছরের প্রথমদিকেই তা বিয়ে পর্যন্ত গড়াতে পারে।
আগামী বছরের শুরুটা একটু হলেও হোঁচট খেতে পারেন। শুরুর দিকে বিশেষ ঘটনাবহুল হবে না। আপনার মনে হবে হঠাৎ করে যেন সব থেমে গিয়েছে। বেশ কিছু টালমাটাল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কেতুর প্রভাবে আপনার সঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া-বিরোধ হতে পারে। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। খুব সাবধানে গোটা বিষয়টি সামাল দিতে হবে। বাড়াবাড়ি রকমের ঝামেলা হলে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। যতটা সম্ভব মতান্তর বা ঝগড়া এড়ান।
আপনাদের জন্য আগামী বছরের শুরুটা বেশ ভাল হতে চলেছে। কোনও কারণে জীবন নিয়ে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন এই সময়। বিয়ের ক্ষেত্রে খুব দ্রুত সব কাজ করতে চাইবেন। কিন্তু এই বিষয়টিতে আপনাকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। কারণ, তাড়াহুড়ো করে কিছু করলে তা শেষ পর্যন্ত সফল হয়ে ওঠে না। সঙ্গীর সঙ্গে ঝগড়া করবেন না। সেটা না করলে সমস্যা বাড়তে হবে।
এই বছরে বিয়ে করতে পারেন আপনি। বছরের মাঝামাঝি সময়ে পছন্দের সঙ্গীকে বিয়ে করতে পারেন আপনি। বিয়ে করার জন্য সঙ্গীকে রাজি করাতে পারেন। বছরের শেষ তিনটি মাস প্রেমের সম্পর্কের জন্য় খুবই ভাল সময়। সঙ্গীর সঙ্গে রসায়ন খুব ভাল হতে পারে। সিংহ রাশির জাতকদের জন্য আগামী বছরের শুরু থেকেই সম্পর্কের জন্য ভাল সময়। সঙ্গীর জ্ঞান ও বুদ্ধি আপনাকে আকৃষ্ট করবে। তাঁর ব্যবহারে আপনার মনে হবে আপনি নিজের জন্য একেবারে ঠিক ব্যক্তিকে পছন্দ করেছেন। নানা দিক থেকেই খুশি থাকবেন আপনি।
আগামী বছর প্রেমের সম্পর্কের দিক থেকে ধরলে খুব ভাল যাবে না। যদিও বছরের মাঝামাঝি সময়টা তুলনামূলক ভাবে অনেকটাই ভাল কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। একে অপরের প্রতি বিশ্বাস আরও বাড়বে। এই বছরে বিয়ের যোগ রয়েছে। যদি কাউকে ভালবাসেন, তাহলে মার্চ থেকে মে মাসের মধ্যে আপনার মনের কথাটি তাঁকে বলে দিন। তাঁরা আপনার প্রেমের প্রস্তাব সঙ্গে সঙ্গেই গ্রহণ করবেন। আগামী বছরের একেবারে প্রথম কিছু মাস কিছুটা নড়বড়ে হতে পারে। সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। যদিও দীর্ঘদিন সম্পর্ক হলে সেই সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। বছরের শেষ দুটি মাস বিশেষ করে ভাল যাবে।
আগামী বছর মোটের উপর সাধারণ হবে। তবে শেষ তিনটি মাস খুবই ভাল কাটতে চলেছে। রাশিফল বলছে, আগামী বছরের শুরুর দিকে সঙ্গীকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করাতে পারেন। সেই কারণেই পরিবারে নানা ওঠানামা হতে পারে। কিছুটা টানাপড়েন হতে পারে। এই সময়েই আপনি আপনার সঙ্গীর সঙ্গে বিয়ে নিয়েও কথা বলতে পারেন। যদিও আগামী বছরে বিয়ে হওয়ায় সমস্যা থাকবে। তার বদলে প্রেমের সম্পর্ক চুটিয়ে উপভোগ করুন। সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলতে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। পারিবারিক সমস্যা এবং কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে এমনটা হতে পারে। পরিবার এবং সঙ্গীকে সমান সময় দিন।
ইতিমধ্য়েই প্রেমের সম্পর্কে থাকলে আগামী বছর আপনার জন্য ভাল খবর নিয়ে আসছে। সম্পর্কের দিক থেকে হিসেব করলে নতুন বছর বেশ ভাল কাটবে। যা কথা দিয়েছিলেন রাখতে পারবেন। বিয়ের যোগও রয়েছে। বছরের শুরুর দিকে সঙ্গীর সঙ্গে ঝগড়া বা কথা কাটাকাটি হতে পারে। সেই বিষয়ে সতর্ক থাকুন। ইতিমধ্যেই কোনও সম্পর্কে থাকলে নতুন বছর বেশ ভাল যাবে কারণ সঙ্গীর সঙ্গে মন খুলে সব কথা বলতে পারবেন। ভাল সময় কাটবে। সম্পর্কের মধ্যে বাইরের কাউকে নাক গলাতে দেবেন না, প্রয়োজনে তাঁদের দূরে সরান তাহলেই সঙ্গীর সঙ্গে টানাপড়েন কমে যাবে। পাশাপাশি সঙ্গীকে নিয়ে পরিবারের সদস্যরাও অনেকটাই সহজ হয়ে যাবেন। ধৈর্য্য ধরে ঠান্ডা মাথায় চললে সাফল্য আসবে।
রাশিফল বলছে, নতুন বছরের মাঝামাঝি এবং শেষ ভাগ বেশ ভাল কাটবে। এই সময়টা সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। একে অপরকে্ ভাল করে বুঝতে পারবেন। সেই কারণে সম্পর্কও অনেক সহজ ও সুন্দর হবে। তবে কোনও কোনও ক্ষেত্রে সম্পর্কে একাধিক ওঠানামাও হতে পারে। সঙ্গীর মন রাখতে কখনও কোনও কথা দিয়ে ফেললে, সেটা রাখার চেষ্টা করুন। কারণ, কথা না রাখতে পারলে তা নিয়ে সমস্যা হতে পারে। যার জেরে সম্পর্কে টানাপড়েন তৈরি হতে পারে। বছরের শুরুর দিকে কিছুদিন এমন হতে পারে। পরের দিকে পরিস্থিতির উন্নতি হবে। এপ্রিলের পর থেকেই সম্পর্কে উন্নতি হবে, সমস্যা ধীর ধীরে কেটে যেতে থাকবে। সঙ্গীকে দেওয়া কথা রাখার চেষ্টা করুন, কোনও ভুল হলে তার জন্য মন থেকে ক্ষমাও চেয়ে নিতে পারেন।
নতুন বছরে সম্পর্কের নানা বিষয় নিয়ে আপনি ভাবিত থাকবেন। নিজের সম্পর্ককে আরও ভাল করে গড়ে তুলতে চেষ্টা করবেন আপনি। বছরের শেষ কয়েকটি মাসে আপনার প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। বিয়ের জন্য পছন্দের সঙ্গীকে প্রস্তাব দিতে পারেন। সেই প্রস্তাব সফল হতে পারেন। বছরের শুরুর দিকে বেশ কিছু টানাপড়েন হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নানা সমস্যা হতে পারে। যদি একে অপরকে ভাল করে না বুঝতে পারেন তাহলেই সমস্যা হতে পারে। এই সময়ে ধৈর্য্য রাখতে হবে। এপ্রিল মাস থেকে পরিস্থিতির উন্নতি হবে। আপনার সঙ্গে আপনার সঙ্গীর ভুল বোঝাবুঝি কেটে যাবে।
যাঁরা ইতিমধ্যেই কোনও সম্পর্কে রয়েছেন, তাঁদের সম্পর্ক আরও ঘনীভূত হতে পারে। এই বছর বিয়ের প্রস্তাব পেতে পারেন। ফেব্রুয়ারি-মার্চের সময়টা একটু সতর্ক থাকবেন। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তবে নিজেই এই সমস্যার সমাধান করতে পারেন। এই সময়ে যদি ঠিকমতো নজর না রাখতে পারেন, তাহলে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে এই সময়টা পেরিয়ে যেতে পারলে মার্চের পর থেকে ফের মসৃণ হতে পারে সম্পর্ক।
রাশিফল বলছে নতুন বছরের মাঝামাঝি কিছু সমস্যা হতে পারে। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে বছরের শেষদিক ভাল কাটবে। সঙ্গীর সঙ্গে খুব ভালভাবে সময় কাটাতে পারবেন। মীন রাশির জাতকদের জন্য আগামী বছর খুব ভাল করে কাটার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর ব্যবহারের কারণে সম্পর্ক আরও গভীর হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -